PM Modi Covid19 Meeting : করোনা নিয়ে আজ রাত ৮ টায় আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে পারে সরকার তাই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা
নয়াদিল্লি: ক্রমেই ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি । করোনার দ্বিতীয় ঢেউ নাড়িয়ে দিয়েছে সারা দেশকে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ সন্ধ্যা আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে বসবেন । দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ নিতে পারে সরকার তাই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা । সেইসঙ্গে দেশজুড়ে করোনার ভ্যাকসিন কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাই নিয়েও আলোচনা হবে।
গত দু'দিনের মধ্যেই এই নিয়ে দ্বিতীয় বার করোনা সংক্রান্ত বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী । গত সপ্তাহ থেকে হিসেব করলে এই নিয়ে তিন-তিনটে বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। করোনা পরিস্থিতিতে কীভাবে অক্সিজেনের অতিরিক্ত চাহিদা মেটানো সম্ভব হবে তাই নিয়ে আলোচনা হয় ।
গত ১১ এপ্রিল থেকে প্রায় প্রতিদিনই দেশে নতুন করে দৈনিক করোনায় সংক্রমিত হচ্ছেন দেড় লাখেরও বেশি মানুষ । এই নিয়ে পরপর তিনদিন দৈনিক ২ লাখেরও বেশি করোনা সংক্রমনের ঘটনা ঘটল। গত ৭ এপ্রিল থেকে প্রতিদিনই ১ লাখের বেশি মানুষ নতুন করে করোনা সংক্রমিত হচ্ছেন।
ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশকে নাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কোভিড ১৯ এর দ্বিতীয় ওয়েভ । হসপিটালের বেড ভর্তি । কোথাও কোথাও সরকারি হাসপাতালের বেড অমিল । রোগী সামলাতে কার্যত নাজেহাল চিকিৎসক , নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
রাজধানী দিল্লিতে ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস । গত ২৪ ঘন্টায় ২৪000 নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর করোনায় মৃত রোগীদের কবর দেওয়ার জায়গা কম পড়ছে। দাহকাজ সম্পন্ন করার জন্য দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। সারা দেশে এখনও পর্যন্ত ১২ কোটি মানুষ করোনা ভ্যাকসিন পেয়েছেন । কিন্তু গত কয়েক সপ্তাহে বিভিন্ন রাজ্য থেকে আরও ভ্যাকসিনের প্রয়োজন বলে কেন্দ্রকে জানানো হয়েছে।