Coronavirus India Updates: একদিনে মৃত ৬১৪৮ জন, করোনায় দেশে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড
বিহারে করোনায় মৃত্যুর হার ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় দেশে মোট মৃত্যুর সংখ্যাবৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে...
![Coronavirus India Updates: একদিনে মৃত ৬১৪৮ জন, করোনায় দেশে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড Coronavirus Cases India Updates 10 May 94052 COVID-19 New Cases 6148 deaths highest in one day in last 24 Coronavirus India Updates: একদিনে মৃত ৬১৪৮ জন, করোনায় দেশে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/191176087eb08ccfdc9f23f64ba769a9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনায় দেশে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। বিহারে করোনায় মৃত্যুর হার ৭৩ শতাংশ বেড়ে যাওয়ায় দেশে মোট মৃত্যুর সংখ্যাবৃদ্ধি হয়েছে।
বিহার সরকার জানিয়েছে, এদের মধ্যে অনেকেরই হোম আইসোলেশনে থাকাকালীন মৃত্যু হয়েছে। কারোর মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। প্রশাসন সম্প্রতি এই সমস্ত তথ্য নথিভুক্ত করাতেই মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে।
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ফের এক লক্ষ ছুঁইছুঁই। এর পাশাপাশি, ২ মাস দিন পর দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ লক্ষের কম।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৯২ হাজার ৫৯৬। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৮৬ হাজার ৪৯৮। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৩৬।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ১৪ হাজার ৪৬০। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ২০ হাজার ৫২৯। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ২১৯। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ১২৩। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৪২৭।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৬৭৭। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৩৮০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৭১৩।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন।
বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৮২ হাজার ২৮২। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৭৪ হাজার ৩৯৯।
রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৮৯ হাজার ২৩২। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৭ হাজার ৭১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৬ লক্ষ ৫৫ হাজার ৪৯৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)