এক্সপ্লোর
Advertisement
Haryana Weekend Lockdown : শুরু হয়ে গেল হরিয়ানায় উইকএন্ড লকডাউন, জেনে নিন নিয়ম বিধি
কেউ হেঁটে বা গাড়িতে চড়ে বাড়ি থেকে বের হতে পারবেন না । রাস্তায় ইতিউতি ঘুরে বেড়াতেও পারবেন না । যদিও কিছু জরুরি পরিষেবাকে এই লকডাউন এর আওতা থেকে বাইরে রাখা হয়েছে । তার মধ্যে স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সংবাদ মাধ্যম রয়েছে ।
গুরুগ্রাম : রাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতি। ক্রমাগত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গুরুগ্রামে। তীব্র হচ্ছে অক্সিজেন ও বেড সঙ্কটও। সেই দিকে নজর রেখে হরিয়ানা সরকার জমায়েতে রাশ টানার জন্য উইকএন্ড লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চকুলা, গুরুগ্রাম, ফরিদাবাদ , সোনিপত, রোহতক, করনল, হিসার, সিরসা সহ নটি জেলায় উইকএন্ড লকডাউন জারি হয়ে গেছে।
হরিয়ানা রাজ্যের মুখ্যসচিব, বিজয় বর্ধন জানিয়েছেন, শুক্রবার রাত ১0 টা থেকে সোমবার অর্থাৎ ৩ মে ভোর ৫ টা অবধি চলবে লকডাউন । জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫ অনুযায়ী এই লকডাউন জারি করা হয়েছে । কেউ যদি এই লকডাউন এর বিধি ভঙ্গ করে, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
এক সরকারি আধিকারিক জানিয়েছেন লকডাউন চলাকালীন রাজ্যবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
- কেউ হেঁটে বা গাড়িতে চড়ে বাড়ি থেকে বের হতে পারবেন না । রাস্তায় ইতিউতি ঘুরে বেড়াতেও পারবেন না ।
- যদিও কিছু জরুরি পরিষেবাকে এই লকডাউন এর আওতা থেকে বাইরে রাখা হয়েছে । তার মধ্যে স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সংবাদ মাধ্যম রয়েছে ।
- এছাড়া উর্দি পরা অবস্থায় পুলিশ, সামরিক বাহিনী বা সিএপিএফ-রাও লকডাউনের আওতার বাইরে।
- কেউ পরীক্ষা দিতে গেলে বা পরীক্ষার কোনও ডিউটিতে থাকলে, তাকে লকডাউন এর আওতা থেকে বাইরে রাখা হবে ।
- জরুরি পরিষেবার জন্য প্রয়োজনীয় জিনিস উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধা নেই । অন্য রাজ্যে বা রাজ্যের মধ্যে পণ্য পরিবহনে কোনও বাধা নেই ।
- অবশ্যই খোলা থাকবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, নার্সিং হোম ।
- ওষুধের দোকান, মেডিক্যাল যন্ত্রপাতির দোকান, গবেষণাগার, অ্যাম্বুলেন্স সার্ভিস সবকিছু এই লকডাউন এর আওতায় বাইরে থাকছে।
- ব্যাহত হবে না টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট পরিষেবা ।
- যে সমস্ত বিয়ের জন্য আগে থেকেই অনুমতি নেওয়া ছিল জেলা শাসকের কাছে, তারা অনুষ্ঠান করতে পারবে । ঘরের মধ্যে অনুষ্ঠান হলে সর্বাধিক ৩০ জন , বাইরে অনুষ্ঠান হলে সর্বাধিক ৫০-র হাজিরা থাকতে পারবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement