Pfizer on Vaccination: শুধুমাত্র সরকারি চুক্তিতেই ভারতে ভ্যাকসিন, সিদ্ধান্ত ফাইজারের
মার্কিন সংস্থার থেকে ভ্যাকসিন প্রথমে কিনতে হবে কেন্দ্র বা রাজ্য সরকারকে...
![Pfizer on Vaccination: শুধুমাত্র সরকারি চুক্তিতেই ভারতে ভ্যাকসিন, সিদ্ধান্ত ফাইজারের Coronavirus Update: Pfizer has decided to prioritise orders from the government for supply of Covid-19 vaccines Pfizer on Vaccination: শুধুমাত্র সরকারি চুক্তিতেই ভারতে ভ্যাকসিন, সিদ্ধান্ত ফাইজারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/22/42ed9f9f555b97abf1f725e6f0fa68a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: একমাত্র সরকারি মাধ্যমে আসা বরাতকেই মান্যতা দিয়ে ভারতে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হবে বলে জানিয়ে দিল ফাইজার।
এর অর্থ, সরাসরি মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ভ্যাকসিন কিনতে পারবে না এখানকার বেসরকারি হাসপাতালগুলি। কেন্দ্র বা রাজ্য সরকার মারফৎ ওই ভ্যাকসিন আনাতে হবে।
এক কথায়, মার্কিন সংস্থার থেকে প্রথম ভ্যাকসিন কিনবে কেন্দ্র বা রাজ্য সরকার। তারা পরবর্তীকালে, ওই ভ্যাকসিন বেসরকারি সংস্থায় বিক্রি করতে পারবে।
ফাইজারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কারণ, সম্প্রতি ভারতে করোনা টিকাকরণের নীতি খোলা বাজারের জন্য উন্মুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।
এর অর্থ, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলি রাজ্য ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে নিজ ইচ্ছেমতো দামে ভ্যাকসিন বিক্রি করতে পারবে।
সংস্থার এক মুখপাত্র জানান, অতিমারীর এই সময়ে সরকারি চুক্তিকেই মান্যতা দেওয়া হবে। বলা হয়েছে, সরকারি স্তরে চুক্তির মাধ্যমেই একমাত্র ভারতে ভ্যাকসিন পাঠাবে ফাইজার।
বায়ো এনটেকের সঙ্গে যৌথ উদ্যোগে কোভিড ভ্যাকসিন তৈরি করেছে ফাইজার। গত বছরের ডিসেম্বর মাসে, ভারতে বণ্টনের জন্য মার্কিন সংস্থা আবেদন করে দেশের শীর্ষ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র কাছে।
সাধারণত, ভারতে যে সকল ভ্যাকসিনের ব্যবহার চলছে, সেগুলি প্রতিটি এদেশে কোনও না কোনও ইউজার ট্রায়ালে অংশ নিয়েছে। কারণ, এদেশে ভ্যাকসিন অনুমোদন পাওয়ার এটা নিয়ম। কিন্তু, ফাইজার কোনও ট্রায়ালে অংশগ্রহণ করেনি।
কিন্ত, সেই সময়ে জরুরি ভিত্তিতে ফাইজার ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিয়েছিল ব্রিটেন। আবার ব্রিটেনের নিয়ন্ত্রককে যেহেতু মান্যতা দেয় ভারত, তাই সেই নিরিখে ভারতের কাছে অনুমোদন চায় ফাইজার। যা তারা প্রাপ্তও করে।
কিন্তু এরমধ্যেই, ফাইজার ভ্যাকসিন নিয়ে ব্রিটেনে অভিযোগ ওঠায় তা সাময়িকভাবে সেখানে স্থগিত করা হয়। এরপর ফেব্রুয়ারি মাসে ভারত থেকে নিজেদের আবেদন প্রত্যাহার করে নেয় ফাইজার।
বর্তমানে সেকেন্ড ওয়েভের ধাক্কায় নিয়মে বদল আনে ভারত। যার ফলে, ফাইজারের সামনে ভারতে আসার ফের নতুন সুযোগ তৈরি হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)