West Bengal News Live Updates: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
![West Bengal News Live Updates: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের West Bengal News Live Updates: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/e71b6829883797998549d4d91cb6031f1738114592465338_original.jpg)
Background
Suri News: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতা, কর্মীদের গ্রেফতারির পর থমথমে সিউড়ির মিনি স্টিল এলাকা
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে নেতা, কর্মীদের গ্রেফতারির পর থমথমে সিউড়ির মিনি স্টিল এলাকা। গোটা গ্রাম কার্যত পুুরুষশূন্য। রাস্তাঘাটে লোকজন নেই। এর মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় ধৃত যুব তৃণমূল নেতা-সহ ২০ জনকে আজ সিউড়ি আদালতে তোলা হয়।
Birbhum News: ৫-৬ মাস ধরে ঘরছাড়া নানুরের ৩০০ তৃণমূলকর্মী, কাজল-ঘনিষ্ঠদের দিকে অভিযোগের তির
অনুব্রত মণ্ডলের জেলায় ফের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। ৫-৬ মাস ধরে ঘরছাড়া নানুরের ৩০০ জন তৃণমূল কর্মী। অভিযোগের তির কাজল শেখের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। গতকাল বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বৈঠক করে দলীয় নেতৃত্বের একাংশকে এর জন্য দায়ী করেন তৃণমূল নেতা জামশেদ আলি খান। জেলা রাজনীতিতে জামশেদ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর অভিযোগ, তৃণমূলের খোলসধারী কয়েকজন নেতার মদতেই নানুরে অশান্তি হচ্ছে। নিজেদের কর্মী, সমর্থকদেরই ঘরছাড়া করা হয়েছে। কাজল শেখের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Rahul Gandhi on Mahakumbh Stampede: 'পুণ্যার্থীদের বদলে VIP-দের যাতায়াতের দিকে বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা', মহাকুম্ভ নিয়ে রাহুল
'কুম্ভে বিপর্যয়ের জন্য দায়ী ব্যবস্থাপনার ত্রুটি। পুণ্যার্থীদের বদলে VIP-দের যাতায়াতের দিকে বেশি নজর দেওয়াতেই দুর্ঘটনা। আরও মহাস্নান হবে, এমন ঘটনা ভবিষ্যতে যেন না হয়, তা দেখতে হবে প্রশাসনকে', পুণ্যার্থদের জন্য আরও ভাল বন্দোবস্ত করতে হবে প্রশাসনেক, সোশাল মিডিয়ায় পোস্ট রাহুল গাঁধীর।
Mahakumbh Stampede: টদায় নিয়ে পদত্যাগ করা উচিত', মহাকুম্ভের বিপর্যয় নিয়ে যোগীকে নিশানা অখিলেশের
'অবিলম্বে কুম্ভমেলার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া উচিত। যাঁরা বিশ্বমানের ব্যবস্থা করেছেন বলে দাবি করেছিলেন, তাঁদের দায় নিয়ে পদত্যাগ করা উচিত', যোগী সরকারকে নিশানা করে পোস্ট উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের
RG Kar Case: 'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'নতুন করে আবেদন দাখিল করুন', আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সব প্রশ্নের উত্তর আছে তাঁদের কাছে, আদালতে জানালেন CBI-এর আইনজীবী তুষার মেহতা। কিন্তু এই সময়ে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে, জানালেন CBI-এর আইনজীবী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)