COVID-19 Cases in India: দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড ভারতে, দৈনিক মৃত্যু চার হাজার ছুইঁছুঁই
দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর
নয়াদিল্লি: দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক সংক্রমণে বিশ্বে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক মৃত্যুর সংখ্যা চারহাজার ছুইঁছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন।
বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯।
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৭৮০। মঙ্গলবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৪৪৯ জনের।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮।
এরই মধে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১০৩ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৯২০ জনের। উত্তরপ্রদেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৫৩।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিংয়ের। বয়স হয়েছিল ৮২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংয়ের ছেলে অজিত সিং ২০ এপ্রিল করোনা আক্রান্ত হন। ভর্তি ছিলেন গুরুগ্রামের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। অজিত সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২৮০ জন বন্দিকে জামিন অথবা প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল মেরঠ সংশোধনাগার। ৪৫ ও ৬০ বছর বয়সী বন্দিদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
পাশাপাশি, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩২ লক্ষ ৩৭ হাজার ১০৭ জনের। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪৭ লক্ষ ৫৯ হাজার ২৮৫। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯ কোটি ১২ লক্ষ ৪২ হাজার ২৪১ জন।