Night Curfew Norms : সপ্তাহান্তে রাজধানীতে জারি কার্ফু, জেনে নিন কী নিয়ম, ছাড়ই বা কীসে ?
Night Curfew Norms & Exemption : নির্দিষ্ট ওই সময়ে রাজধানীতে লোকজনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই নৈশ বিধিনিষেধ থেকে বাদ রাখা হয়েছে ।
নয়াদিল্লি : দিল্লিতে করোনার (Coronavirus) পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি হয়ে যাওয়ার পরের দিনই দিল্লি ( Delhi Weekend Curfew) বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সপ্তাহান্তে কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে জারি করা হয়েছে সপ্তাহান্তে কার্ফু বা উইকএন্ত কার্ফু। শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর ৫ টা অবধি লাগু থাকবে কার্ফু। দিল্লিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজধানীতে লক্ষণীয় হারে বাড়ছে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে উইকএন্ড কার্ফু জারি করেছে প্রশাসন । সেইসঙ্গে চলছে নৈশ কার্ফুও। এক্ষেত্রে কী কী বিধি নিষেধ -
- নির্দিষ্ট ওই সময়ে রাজধানীতে লোকজনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই নৈশ বিধিনিষেধ থেকে বাদ রাখা হয়েছে ।
এছাড়া রাজধানীতে নৈশ কার্ফু থেকে আর কী কী ছাড় দেওয়া হচ্ছে তার একটি তালিকা দেখে নিন । - জরুরী ও আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকদের পরিচয় পত্র থাকলে তাদের কাজের ক্ষেত্রে ছাড় দেয়া হবে ।
- সরকারি আধিকারিক কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকরা এই কার্ফুর সময়েও কাজের জন্য যাতায়াত করতে পারবেন। সরকার অধিগৃহীত দফতরের কর্মীরা পরিচয় পত্র দেখালে কার্ফু থেকে ছাড় পেতে পারেন।
- দিল্লি হাইকোর্ট, সুপ্রিং কোর্ট ও অন্যান্য আদালতের বিচারক এবং বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা নাইট কার্ফু থেকে ছাড় পাবেন। বেরলে রাখতে হবে পরিচয় পত্র ।
- বিভিন্ন দূতাবাসের সঙ্গে যুক্ত আধিকারিকরা পরিচয় পত্র দেখালে ছাড় পেতে পারেন । ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা এবং প্যারামেডিকেল- এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং ফার্মাস্যুটিকল কম্পানির সঙ্গে যুক্ত কিংবা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পরিচয় পত্র দেখালে ছাড় পাবেন ।
- অসুস্থ মানুষ এবং সন্তানসম্ভবা মহিলারা পরিচয়-পত্র দেখালে ছাড় পাবেন ।
- যাঁরা করোনা পরীক্ষা করাতে এবং করোনার ভ্যাকসিন নিতে যাচ্ছেন, তাঁরা ছাড় পাবেন ।
- এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আসা ব্যক্তিরা তাদের টিকিট দেখালে ছাড় পাবেন।
- প্রিন্ট ও বৈদ্যুতিন মিডিয়ার কর্মীদের পরিচয়পত্র দেখালে ছাড় দেওয়া হবে ।
- কোনও পরীক্ষায় বসতে গেলে অ্যাডমিট কার্ড দেখালে কার্ফু থেকে ছাড় পাওয়া যেতে পারে।
- বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কুড়ি জন অবধি মানুষকে অনুমতি দেওয়া হবে। আমন্ত্রণ পত্র দেখালে ছাড় দেওয়া হতে পারে।
আরও পড়ুন :
প্রথম, দ্বিতীয়র থেকে, করোনার তৃতীয় ঢেউয়ে বদলে গেছে অনেক উপসর্গ, কী কী
ভারতের অব্যাহত করোনাভাইরাসের দাপট। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। ওমিক্রন উদ্বেগের মধ্যে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৫৮ হাজার ০৯৭। গত একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৩৮৯। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৩৪। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ৪.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ১৪ হাজার ০০৪। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১। এখনও পর্যন্ত দেশে মোট ১৪৭ কোটি ৭২ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।