Kejriwal's Solution To Improve Economy : দেশের আর্থিক উন্নতির জন্য নোট-মুদ্রায় লক্ষ্মী-গণেশ থাকুক! কেন্দ্রকে আবেদন কেজরিওয়ালের
Arvind Kejriwal : হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বিবৃতি কি হিন্দু ভোটারদের আকৃষ্ট করার জন্য? শুরু জল্পনা
নয়াদিল্লি : দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি সুপ্রিমো, অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ( Narendra Modi ) দেশের অর্থনৈতিক উন্নতির সমাধান দিলেন। তাঁর আবেদন, "দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি" করার জন্য ভারতীয় মুদ্রা ও নোটগুলিতে ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীর ছবি দেওয়া যেতে পারে। বুধবার এই পরামর্শ বিবেচনা করার জন্য আবেদন করলেন কেজরিওয়াল।
'মুদ্রার অপর পাশে শ্রী গণেশ এবং লক্ষ্মীর ছবি দেওয়া হোক'
আম আদমি পার্টির শীর্ষ নেতা বলেন "আজ আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করছি। ভারতীয় মুদ্রায় গাঁধীজির ছবি আছে, মুদ্রার অপর পাশে শ্রী গণেশ এবং লক্ষ্মীর ছবি দেওয়া হোক।"
তিনি আরও বলেন, "আমি যেমন বলেছি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমাদের অনেক চেষ্টা করতে হবে। কিন্তু এর সঙ্গে আমাদের দেব-দেবীর আশীর্বাদ দরকার। নোটে ছবি থাকলে পুরো দেশ আশীর্বাদ পাবে। বরং একদিকে গণেশ এবং লক্ষ্মী এবং অন্য দিকে গাঁধী”
কেজরিওয়াল আরও বলেছেন, "ইন্দোনেশিয়া যদি এটি করতে পারে; গণেশের প্রতিকৃতি মুদ্রায় রাখতে পারে, তাহলে আমরাও পারি। আমি কেন্দ্রের কাছে আবেদন করব ... দেশের অর্থনৈতিক অবস্থা ঠিক করার প্রচেষ্টার পাশাপাশি আমাদের সর্বশক্তিমানের আশীর্বাদ দরকার।'
দীপাবলিতে শান্তি ও সমৃদ্ধির জন্য পূজা করার সময় নাকি আম আদমি সুপ্রিমোর মাথায় এই চিন্তা আসে। গুজরাত এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের আগে দিল্লির মুখ্যমন্ত্রীর এই বিবৃতি কি হিন্দু ভোটারদের আকৃষ্ট করার জন্য? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই নীতিকে হিন্দু ভোট টানার খেলা হিসাবে দেখছে ( ‘soft Hindutva’ play) । সম্প্রতি কেজরিওয়াল সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম একটি ধর্মান্তকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েন। তারপর পদত্যাগ করেন।
রাজনৈতিক আক্রমণ , প্রতি আক্রমণ
কেজরিওয়ালের বিবৃতি দেওয়ার পরপরই, কংগ্রেস আম আদম পার্টিকে "বিজেপি এবং আরএসএসের বি দল" বলে কটাক্ষ করে। কংগ্রেস নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত বলেন, " আপ বিজেপি এবং আরএসএস-এর বি টিম (B team of BJP and RSS)। তাঁর কোনও বোঝাপড়া নেই। এটা তাঁর ভোটের রাজনীতি। তিনি যদি পাকিস্তানে যান, তাহলে তিনি এটাও বলতে পারেন। আমি পাকিস্তানি, তাই আমাকে ভোট দিন।''
বিজেপি নেতা সম্বিত পাত্রও কেজরিওয়ালের কড়া ভাষায় সমালোচনা করেন। বিজেপির মতে, এটা আপের ইউ টার্ন পলিটিক্স।