Taj Mahal Tender: 'তাজমহল গড়তে টেন্ডার ডাকেননি শাহজাহানও', টেবিলের তলা দিয়ে চুক্তি নিয়ে সাফাই মন্ত্রীর
Goa Government: গোয়ার ঐতিহ্যশালী কলা অ্যাকাডেমি ভবনকে (Kala Academy Building) ঘিরেই যাবতীয় বিতর্ক। সম্প্রতি ওই ভবনের সংস্কারের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ করে গোয়া সরকার।
পানাজি: সরকারি ভবন সংস্কারের কাজ টেবিলের তলা দিয়ে করিয়ে নেওয়ার অভিযোগ (Goa Government)। সাফাই দিতে গিয়ে আজব যুক্তি দিলেন গোয়ার মন্ত্রী। তাঁর যুক্তি, তাজমহল (Taj Mahal) গড়তে কোনও টেন্ডার ডাকেননি মুঘল সম্রাট শাহজাহান (Mughal Emperor Shah Jahan)। তাহলে তাঁকে টেন্ডার ডাকতে হবে, এমনটা কোথায় লেখা রয়েছে! এই মর্মে প্রশ্নকারীদের উদ্দেশেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনি।
টেন্ডার না ডাকার সপক্ষে আজব যুক্তি গোয়ার মন্ত্রীর
গোয়ার ঐতিহ্যশালী কলা অ্যাকাডেমি ভবনকে (Kala Academy Building) ঘিরেই যাবতীয় বিতর্ক। সম্প্রতি ওই ভবনের সংস্কারের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ করে গোয়া সরকার। কিন্তু টেন্ডার ডাকার পরিবর্তে টেবিলের তলা দিয়েই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয় বলে অভিযোগ। তা অস্বীকার করার বদলে, মেনেই নেয় রাজ্যের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী গোবিন্দ গৌড়ে (Govind Gaude)।
কিন্তু নিজের সিদ্ধান্তের সাফাই দিতে গিয়ে যে যুক্তি সাজান গোবিন্দ, তাকে ঘিরেই বিতর্ক দেখা গিয়েছে। বিধানসভার বাদল অধিবেশনে বুধবার সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন গোয়া ফরোয়ার্ড পার্টির বিধায়ক বিজয় সরদেসাই। কেন নিয়ম মেনে টেন্ডার ডাকা হল না, জানতে চান তিনি।
জবাবে গোবিন্দ বলেন, “টেন্ডার ডেকে দরাদরি হয়নি বলেই আগ্রার তাজমহল চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে রয়ে গিয়েছে। আমার অভিজ্ঞ সতীর্থ নিশ্চয়ই তাজমহল গিয়েছেন! ১৬৩২ সালে নির্মাণ শুরু হয়। শেষ হয় ১৬৫৩ সালে। কিন্তু আজও তাজমহল সুন্দর এবং চিরন্তন। কেন জানেন? কারণ শাহজাহান টেন্ডার ডেকে দরাদরি করতে যাননি। তাই ৩৯০ বছর ধরে যেমন ছিল, তেমন রয়েছে তাজমহল।”
বেআইনি ভাবে সংস্কারকার্যের বরাত দেওয়ার অভিযোগ
গোবিন্দের এমন যুক্তিতে বিতর্ক বেড়েছে বই কমেনি। সরকারি ভবন নির্মাণ থেকে মেরামতি এবং রক্ষণাবেক্ষণ, সব ক্ষেত্রেই টেন্ডার ডেকে বরাত দেওয়াই নিয়ম। এ ক্ষেত্রে গোয়া সরকার কেন্দ্রের ঠিক করে দেওয়া সেই নিয়মই মানেনি বলে অভিযোগ তাঁদের। একটি বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে বেনজির ভাবে টেবিলের তলা দিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয় বলে অভিযোগ বিরোধীদের।