(Source: ECI/ABP News/ABP Majha)
Teesta Setalvad: আচমকা বাড়িতে হানা গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখার, আটক সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়
Amit Shah: গুজরাত দাঙ্গা (Gujarat Riots) নিয়ে পুলিশকে ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের (Teesta Setalvad) বিরুদ্ধে সকালেই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মুম্বই: গুজরাত দাঙ্গা (Gujarat Riots) নিয়ে পুলিশকে ভুয়ো তথ্য দিয়েছিলেন বলে সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের (Teesta Setalvad) বিরুদ্ধে সকালেই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের জুহুতে তিস্তা এবং তাঁর স্বামী জাভেদ আনন্দের বাড়িতে হাজির হল গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা। শনিবার তিস্তা-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে এনজিও সংক্রান্ত জালিয়াতি মামলা দায়ের হয় বলে জানা গিয়েছে। সেই মামলাতেই তিস্তার বাড়িতে সন্ত্রাসদমন শাখার পুলিশ হাজির হয় বলে অভিযোগ। তিস্তাকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সেখান থেকে আমদাবাদে নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।
তিস্তাকে আটক করল গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা
শনিবার দুপুর ৩টে নাগাদ মুম্বইয়ে তিস্তার বাড়িতে হাজির হয় গুজরাত পুলিশের সন্ত্রাসদমন (Gujarat Police ATS) শাখার একটি দল। তার কয়েক ঘণ্টা আগেই তিস্তার বিরুদ্ধে মুখ খোলেন শাহ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, গুজরাত দাঙ্গা নিয়ে পুলিশের কাছে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য দিয়েছিলেন তিস্তা। গুজরাতের তৎকালীন আমলা-আধিকারিকদের বিরুদ্ধেও অভিযোগ ছিল।
Gujarat ATS detained and took activist Teesta Setalvad to Santacruz police station in Mumbai pic.twitter.com/X72wZ1pyee
— ANI (@ANI) June 25, 2022
আরও পড়ুন: Amit Shah : ‘মোদিজীকে যন্ত্রণা ভোগ করতে দেখেছি’, গুজরাত হিংসা নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ
এর আগে, শুক্রবার সুপ্রিম কোর্টে গুজরাত দাঙ্গা নিয়ে মোদি এবং তদানীন্তন গুজরাত সরকারের একাধিক আমলা-আধিকারিককে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে, বৃহত্তর ষড়যন্ত্রের একটি মামলা খারিজ হয়ে যায়। মামলাটি করেছিলেন গুজরাত দাঙ্গায় নিহত প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান সাফরির স্ত্রী জাকিয়া জাফরি। ওই মামলায় সহ মামলাকারী ছিলেন তিস্তা। গুজরাত দাঙ্গায় ক্ষতিগ্রস্ত পরিবারেরর সহায়তায় দীর্ঘ দিন কাজ করেছে তিস্তার স্বেচ্ছা সেবী সংস্থা। কিন্তু তিস্তা জাকিয়ার আবেগকে কিছু মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলে গতকাল জানায় আদালত।
অমিত শাহ তিস্তাকে নিয়ে মুখ খোলার পরই হানা বাড়িতে
তার পরই এ দিন এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিস্তার বিরুদ্ধে মুখ খোলেন শাহ। তিনি বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে একজন পুলিশ অফিসার, একটি এনজিও এবং কিছু রাজনৈতিক ব্যক্তি ও সংস্থার নাম রয়েছে। রায়েই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই তিন পক্ষ মিলে একটা মিট থেকে ফুলিয়ে-ফাঁপিয়ে সেন্সেশন তৈরির জন্য সড় করেছিল। মিথ্যে প্রমাণ ও তৈরি করেছিল।"