Haryana Lockdown: করোনার চোখরাঙানি, হরিয়ানায় জারি নিষেধাজ্ঞা, পাঁচ জেলায় বন্ধ স্কুল-কলেজ
Covid Cases in Haryana:রাজ্যের পাঁচ জেলায় সিনেমা হল, থিয়েটার, স্কুল-কলেজ জিম পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
Covid Cases in Haryana: সারা দেশে উদ্বেগ ঘনিয়েছে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে হরিয়ানা সরকার বিভিন্ন বিধিনিষেধ জারির পথে হাঁটল। মহামারী সুরক্ষিত হরিয়ানার নয়া নির্দেশিকা অনুসারে, রাজ্যের পাঁচ জেলায় সিনেমা হল, থিয়েটার, স্কুল-কলেজ জিম পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও হরিয়ানা সরকার করোনা টিকাকে বাধ্যতামূলক করেছে। ভ্যাকসিন না নিলে কোনও পরিষেবা চালু না করার আর্জি জানানো হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের জারি করা নির্দেশে বলা হয়েছে, একমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদের সব্জির বাজারে প্রবেশ, গণ পরিবহণ, ধর্মস্থান, রেস্তোরাঁ ও অন্যান্য় স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
হরিয়ানার যে জেলাগুলিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে...
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতে যে জেলাগুলিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলি হল- গুরুগ্রাম, ফরিদাবাদ, পঞ্চকুল্লা, আম্বালা ও সোনিপত। সরকারি নির্দেশিকার পর এই জেলাগুলিতে স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও আরও কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পাঁচ জেলায় মল ও বাজার সন্ধে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। সেইসঙ্গে সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই নিয়ন্ত্রণ বহাল করা হয়েছে বলে জানানো হয়েছে।
অন্য জেলাগুলিতেও বাড়ানো হয়েছে বিধিনিষেধ
হরিয়ানার অন্য জেলাগুলিতেও বিধিনিষেধ জারি করা হয়েছে। ওই পাঁচ জেলা ছাড়া বাকি জেলাগুলিতে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ নিয়ে সিনেমা হল ও জিম খোলার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানে মাত্র ১০০ জনের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এই নির্দেশ আজ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
হরিয়ানা সরকার পাঁচ জেলায় সিনেমা হল, থিয়েটার, রেস্তোরাঁ, স্কুল, কলেজ ছাড়াও সুইমিং পুল, বিনোদন পার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে অফিসে ৫০ শতাংশ হাজিরা নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।