FD Rates: দেশের বড় ব্যাঙ্কগুলি দিল সুখবর, HDFC,SBI,PNB ফের বাড়াল সুদ
Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করতেই ফের সুদের হার বৃদ্ধি করল দেশের বড় ব্যাঙ্কগুলি।
Fixed Deposit: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করতেই ফের সুদের হার বৃদ্ধি করল দেশের বড় ব্যাঙ্কগুলি। এবার গ্রাহকদের জন্য সুখবর দিল HDFC,SBI,PNB।
HDFC FD Rates: কী নতুন সুদের হার দিচ্ছে ব্যাঙ্ক ?
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি গ্রাহকদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে। এবার 2 কোটি টাকার কম আমানতের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই হারগুলি 7 দিন থেকে 10 বছর পর্যন্ত মেয়াদের FD-তে প্রযোজ্য। ব্যাঙ্ক এই সময়ের মধ্যে সাধারণ গ্রাহকদের জন্য 3.00 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। একই সময়ে ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য 3.50 শতাংশ থেকে 7.60 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। নতুন হারগুলি মঙ্গলবার 21 ফেব্রুয়ারি, 2023 থেকে কার্যকর হয়েছে৷
HDFC Fixed Deposit: এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের (2 কোটির কমে) এত সুদ দিচ্ছে
7 থেকে 14 দিনের FD - 3.00%
15 থেকে 29 দিনের FD - 3.00%
30 থেকে 45 দিন FD - 3.50%
46 থেকে 6 মাস পর্যন্ত FD – 4.50 শতাংশ
6 মাস থেকে 9 মাস পর্যন্ত FD – 5.75%
9 মাস থেকে 1 বছর পর্যন্ত FD - 6.00 শতাংশ
1 বছর থেকে 15 মাস পর্যন্ত FD – 6.60 শতাংশ
15 মাস থেকে 18 মাস পর্যন্ত FD – 7.10 শতাংশ
18 মাস থেকে 10 বছর পর্যন্ত FD - 7.00 শতাংশ
SBI সাধারণ গ্রাহকদের (2 কোটির কম) কত সুদ দিচ্ছে ?
স্টেট ব্যাঙ্ক 15 ফেব্রুয়ারি, 2023 থেকে 2 কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ব্যাঙ্কটি 60 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য 3 শতাংশ থেকে 7.1 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে৷ একই সময়ে, ব্যাংকটি প্রবীণ নাগরিকদের জন্য 50 বেসিস পয়েন্ট বেশি সুদের হার অফার করছে।
State Bank Of India: সাধারণ নাগরিকদের কত সুদ দিচ্ছে ব্যাঙ্ক-
7 থেকে 45 দিন FD - 3.00%
46 থেকে 179 দিনের FD - 4.5%
180 থেকে 210 দিনের FD - 5.25%
211 দিন থেকে 1 বছর পর্যন্ত FD – 5.75 শতাংশ
1 বছরের FD - 6.8 শতাংশ
400 দিনের এফডি (অমৃত কলশ) – 7.10%
2 থেকে 3 বছরের জন্য FD - 7.00 শতাংশ
3 থেকে 5 বছরের জন্য FD - 6.5 শতাংশ
5 থেকে 10 বছর পর্যন্ত FD - 6.5 শতাংশ
PNB সাধারণ গ্রাহকদের (2 কোটির কম) আমানতে কত সুদ দিচ্ছে ?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 20 ফেব্রুয়ারি তাদের এফডি হার বৃদ্ধির ঘোষণা করেছে। 2 কোটি টাকার কম ডিপোজিট স্কিমে এই বৃদ্ধি করেছে ব্যাঙ্ক। 7 দিন থেকে 10 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য FD-এ 3.50 শতাংশ থেকে 6.50 শতাংশ সুদের হার ও প্রবীণ নাগরিকদের জন্য 4.00 শতাংশ থেকে 7.30 শতাংশ সুদের হার অফার করছে৷ জেনে নিন, 2 কোটির কম এফডিতে ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের কত সুদের হার দিচ্ছে-
7 দিন থেকে 45 দিনের FD – 3.50%
46 দিন থেকে 179 দিন FD – 4.50%
FD 271 দিন থেকে 1 বছর - 5.50%
1 বছর থেকে 665 দিন পর্যন্ত FD – 6.75%
666 দিনের FD – 7.25%
667 দিন থেকে 3 বছর FD - 6.75%
3 থেকে 10 বছর পর্যন্ত FD - 6.50 শতাংশ
আরও পড়ুন : Passport Alert: সাবধান ! পাসপোর্টের নামে চলছে প্রতারণা, রইল ভুয়ো ওয়েবসাইটগুলির নাম