Manmohan Singh : ডেঙ্গি-আক্রান্ত মনমোহন সিংহর ছবি প্রকাশ করে বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মেয়ের
"তাঁরা প্রবীণ মানুষ, চিড়িয়াখানার জানোয়ার নন", মন্তব্য মনমোহন-কন্যার...
![Manmohan Singh : ডেঙ্গি-আক্রান্ত মনমোহন সিংহর ছবি প্রকাশ করে বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মেয়ের Health Minister Mansukh Mandaviya faces heat over picture with ailing former Prime Minister Manmohan Singh Manmohan Singh : ডেঙ্গি-আক্রান্ত মনমোহন সিংহর ছবি প্রকাশ করে বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মেয়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/15/71cbfd3cc23bb07242971d9d7543474d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : অসুস্থ মনমোহন সিংহর ছবি প্রকাশ করে বিতর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । ডেঙ্গি আক্রান্ত হয়ে এইমসে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শুক্রবার মনমোহনকে দেখতে গিয়ে তাঁর ছবি প্রকাশ করে কংগ্রেসের রোষে মনসুখ মাণ্ডব্য । পরিবারের অনুমতি ছাড়াই ওয়ার্ডের ভিতরে ঢুকে ছবি নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন মনমোহন সিংহর মেয়ে দমন সিংহ।
তিনি বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, উদ্বেগ প্রকাশ করেছেন...ভাল কথা। কিন্তু, এই মুহূর্তে ছবি তোলার মতো পরিস্থিতিতে নেই আমার মা-বাবা। তাঁরা কঠিন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। তাঁরা প্রবীণ মানুষ, চিড়িয়াখানার জানোয়ার নন। মা খুবই হতাশ হয়ে পড়েছেন। যখন ফটোগ্রাফারকে চলে যেতে বলা হয়, তাঁর কথা শোনা হয়নি।
এরই মধ্যে সুর চড়ায় কংগ্রেসও। দলের তরফে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমা দাবি করা হয়। কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা ট্যুইটারে লেখেন, বিজেপি ছবি তোলার কোনও সুযোগই ছাড়ে না। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা ভঙ্গ করা হয়েছে। জনসংযোগের কুৎসিত কৌশল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার, ক্ষমা চান।
এদিকে সমালোচনার মুখে সোশাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি মনসুখ মাণ্ডব্য। প্রসঙ্গত, জ্বর থেকে দুর্বল বোধ করায় দিন কয়েক আগে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় ৮৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।
ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে তিনি লেখেন, আমি ডঃ মনমোহন সিংহজি-র সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। কংগ্রেসের তরফেও তাদের অফিসিয়াল হ্যান্ডলে ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)