Home Isolation: হোম আইসোলেশন নীতিতে বদল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
Home Isolation Policy: নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের (Isolation )পর দ্বিতীয়বার করোনা পরীক্ষাও করাতে হবে না।
নয়াদিল্লি: করোনা (Corona) আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম (Home Isolation Policy) বদল স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare)। নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনের ক্ষেত্রে ১৪ দিনের সময় কমে হল ৭ দিন। রিপোর্ট পজিটিভ আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। পাশাপাশি, টানা তিনদিন জ্বর না এলেও, আর থাকতে হবে না আইসোলেশনে।
নতুন নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, ৭ দিন আইসোলেশনের (Isolation )পর দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট (Covid19) করাতে হবে না, শুধুমাত্র চিকিত্সককে দিয়ে পরীক্ষা করালেই চলবে। জানাল স্বাস্থ্যমন্ত্রক। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ফের পরামর্শ দিয়েছে, করোনা আক্রান্তদের ১৪ দিন আইসোলেশনে থাকার।
Union Health Ministry issues revised guidelines for home isolation of mild/asymptomatic COVID-19 patients pic.twitter.com/5OyCGGM2qh
— ANI (@ANI) January 5, 2022
কী বলা হয়েছে ওই নির্দেশিকায়?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সামান্য উপসর্গ বা যাঁদের উপসর্গ নেই তাঁদের হোম আইসোলেশনে সময় ১৪ দিন থেকে কমে হল ৭ দিন। এর মধ্যে টানা তিনদিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে তা ধরে নিতে হবে। ফের পরীক্ষা করানোর প্রয়োজন নেই। জ্বর এলে চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে। মৃদু উপসর্গ যাঁদের রয়েছে তাঁরা যেন কোনওভাবেই স্টেরয়েড ব্যবহার না করেন। অক্সিজেনের মাত্রা ৯৩-এর নিচে নামলে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। তবে সেই পদক্ষেপ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই নিতে হবে। দ্বিতীয়বার করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই বলে আগেও উল্লেখ করেছিল আইসিএমআর।