দেশে ১ দিনে করোনা সংক্রমিত ৪২, ৬১৮ জন, কমেছে মৃতের সংখ্যাও
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২২৫ জনের।
নয়াদিল্লি: দেশে করোনায় ফের ৪ লক্ষ ছাড়াল অ্যাক্টিভ রোগীর সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৩৩০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬১৮। এর মধ্যে শুধু কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ২২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৬৮১। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ১ জন। একদিনে ৩৬ হাজার ৩৮৫ জন সুস্থ হয়েছেন। এ দিকে, করোনার মধ্যেই উত্তরপ্রদেশে দাপট দেখাচ্ছে ডেঙ্গি। ফিরোজাবাদেই অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, দেশের মধ্যে কেরলে উল্লেখযোগ্য হারে বাড়ছে কোভিড -১৯ সংক্রমণ। সেইরাজ্য থেকে বিভিন্ন রাজ্যে আসা ছাত্রছাত্রী বা অফিসকর্মীদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে রাজ্যে। এই আতঙ্ক সম্প্রতি আরও তীব্র হয়েছে কর্ণাটকে।
সম্প্রতি কেরল থেকে আসা পড়ুয়াদের নিয়ে সঙ্কটে কর্ণাটকের এক নার্সিং কলেজ Noorunisa Institute of Nursing in Kolar Gold Fields । সূত্রের খবর, কর্ণাটকের কোলারের একটি নার্সিং কলেজে কেরলের ৬৫ জন ছাত্র-ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তা ঘিরে ছড়ায় আতঙ্ক। মাথার উপর ঝুলছে তৃতীয় ঢেউয়ের খাঁড়া। এরই মধ্যে কলেজে এতজন সংক্রমিত পড়ুয়ার সন্ধান মেলায় সঙ্কটে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে খবর, কেরল থেকে একটি দল বাসে করে কলেজে আসে। তাঁদের প্রথমেই কোয়ারেন্টিনে রাখা হয়। তারপর দেখা যায়, ধাপে ধাপে আক্রান্ত হচ্ছে অনেকে। ইতিমধ্যেই কলেজের ছাত্রী ও কর্মী মিলিয়ে শতাধিক আক্রান্ত হয়েছে কোভিড - ১৯ এ। আশঙ্কা করা হচ্ছে, যে বাসে তাঁদের আনা হয়েছিল, সেখানে কোনও একজন সংক্রমিত ছিলেন, তাঁর থেকেই বিস্তার ঘটিয়েছে ভাইরাস। স্বাভাবিকভাবেই এই ঘটনা চিন্তা বাড়াচ্ছে সে-রাজ্যের।