Tripura: ত্রিপুরায় ফের আক্রান্ত সিপিএম, সিটু নেতার বাড়ি ও শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালানোর অভিযোগ
এর প্রতিবাদে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় মিছিল করে বামেরা। এর পাশাপাশি, হামলার ঘটনায় বিজেপিই জড়িত বলে দাবি করে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে সিপিএম।
অর্ণব মুখোপাধ্যায়, ত্রিপুরা: ত্রিপুরায় (Tripura) ফের আক্রান্ত সিপিএম (CPM)। গতকাল রাতেও আগরতলায় সিটু নেতার বাড়ি ও শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় মিছিল করে বামেরা। এর পাশাপাশি, হামলার ঘটনায় বিজেপিই জড়িত বলে দাবি করে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে সিপিএম। গণ্ডাছড়া থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান সিপিএম কর্মীরা। সিপিএম অফিসে তাণ্ডবের ঘটনায় এক বিজেপি কর্মীকে চিহ্নিত করে তৃণমূলের তরফেও ভিডিও প্রকাশ করা হয়েছে। যদিও বাম ও তৃণমূলের অভিযোগ নিয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
গতকাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরার। আগরতলায় আগুন ধরিয়ে দেওয়া হয় সিপিএমের রাজ্য সদর দফতরে। দশরথ ভবন, ভানু ভবন সিপিএমের একাধিক পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে সিপিএম। পাল্টা সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয়েছে বিজেপি। বিজেপি স্বৈরাচারী শাসক বলে তোপ দাগেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম বিধায়ক মানিক সরকার।
আরও পড়ুন: Asansol: আসানসোল জামুড়িয়া থানার জাতীয় সড়কের পাশে বেসরকারি কারখানায় আগুন
কোথাও পুলিশ, র্যাফের সামনেই রাস্তায় ফেলে বেধড়ক মারধর। কোথাও আবার ভাঙচুর করা হয় দোকান-বাড়ি। আগুন ধরিয়ে দেওয়া হল সিপিএমের দোতলা পার্টি অফিসে। গতকাল দুপুর থেকেই এই ছবি দেখা যায়। গতকাল ত্রিপুরা বিজেপি নেতা নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেন, “বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার উপস্থিত থেকে সন্ত্রাসের প্ররোচনা দিয়েছেন। সারা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাব। ’’
গত সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ধনপুরে, মানিক সরকারের কনভয়ের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিজেই গাড়ি থেকে নেমে পড়েন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।ওই দিনই সিপিএমের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ তোলে বিজেপি। যার প্রতিবাদে এদিন ত্রিপুরা জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল পদ্ম শিবির। আর এদিন দুপুর থেকে শুরু হয় গন্ডগোল। যার রেশ ছিল দিনভর। আর এর প্রতিবাদে এদিন সকালে রাস্তায় নামে বামেরা।
আরও পড়ুন: West Burdwan: দামোদরপুরে মুরগির মাংস কেনা নিয়ে বচসা, মহিলাদের লাঠিচার্জ নিরাপত্তারক্ষীর