India Coronavirus Update: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪,৬২৩, মৃত ১৯৭
সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৯২ হাজার ৬৫১। দেখে নেওয়া যাক দেশের করোনা পরিস্থিতি।
India Coronavirus Update Today: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৬২৩। গত একদিনে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৯২ হাজার ৬৫১। দেখে নেওয়া যাক দেশের করোনা পরিস্থিতি।
চিকিৎসাধীন আক্রান্তর সংখ্যা কমেছে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৯৮। গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৪৪৬। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮ হাজার ২৪৭। করোনা অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬।
কেরলে দৈনিক আক্রান্তর সংখ্যা দেশে সবচেয়ে বেশি। মঙ্গলবার দক্ষিণের এই রাজ্যে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৭, ৬৪৩। গত একদিনে রাজ্যে মৃতের সংখ্যা ৭৭। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ লক্ষ ৫৯ হাজার ৪৩৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ২। গত অগাস্ট ওনাম পরবর্তী পর্বে দৈনিক আক্রান্তর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছিল। তারপর থেকে কেরলে দৈনিক আক্রান্তর সংখ্যা কমেছে।
রাজ্যে গত সোমবার থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০,৪৮৮। সবমিলিয়ে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪৭ লক্ষ ৬০ হাজার ৭৮১। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৮০ হাজার ২৬২। রাজ্য সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮২,৪০৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
মহারাষ্ট্রে মঙ্গলবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৩৮। মৃত্যু হয়েছে ৪৯ করোনা আক্রান্তর। সবমিলিয়ে রাজ্য করোনা আক্রান্তর সংখ্যা ৬৫ লক্ষ ৯৪ হাজার ৮২০। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৮৬৫। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২,৭৯১। সবমিলিয়ে রাজ্য সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৪ লক্ষ ২৪ হাজার ৫৪৭। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮০৫।