India Corona: দৈনিক সংক্রমণ কমলেও, আজও সাড়ে ১১ হাজারের কাছাকাছি করোনা সংক্রমণ
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৮৯ হাজার ৯৭৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৫৭৬।
নয়াদিল্লি: উদ্বেগ বাড়াচ্ছে দেশের (India Corona) করোনা-গ্রাফ (Corona Graph)। দৈনিক সংক্রমণ (Daily Covid19 Cases) কমলেও, তা আজও সাড়ে ১১ হাজারের কাছাকাছি। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৮৯ হাজার ৯৭৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৫৭৬। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২৮ হাজার ৪৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩২ লক্ষ ৭০ হাজার ৪৩৬।
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 26, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/WcOFg7Ml9h pic.twitter.com/4CmJvErOzJ
রাজ্যের করোনা পরিসংখ্যান: গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫, বৃহস্পতিবার সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে হয় ৭৪৫। আর শুক্রবার দৈনিক সংক্রমণ সাড়ে ছ’শোর ওপরে। শুক্রবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫৭ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক শূন্য চার শতাংশ মৃত্যু হয়েছে ২ জনের।
ডেঙ্গির প্রকোপ: বাংলায় (West Bengal) বাড়ছে করোনা (Coronavirus)। ভয় ধরাচ্ছে ডেঙ্গিও (Dengue)। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) হস্টেলে আক্রান্ত ৪ পড়ুয়া। আর আহমেদ ডেন্টাল কলেজের কয়েকজন চিকিৎসক-অধ্যাপকও সংক্রমণের কবলে। অন্যদিকে, চলতি বছরে মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গিতে প্রথম মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
আরও পড়ুন: Rohit Sharma Covid: টেস্ট শুরুর আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে, করোনা আক্রান্ত রোহিত