India Corona: দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুও
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৭।
নয়াদিল্লি: আরও বাড়ল করোনায় (Corona) দৈনিক আক্রান্তের (Corona Cases) সংখ্যা। ধীরে হলেও ধারাবাহিকভাবে দেশে (India Corona) বেড়ে চলেছে সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫৭ হাজার ৫৪৫। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ১৬ হাজার ৭২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৯১ লক্ষ ১৩ হাজার ৭৪৭।
গতকালের পরিসংখ্যান: গতকাল থেকেই ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, কালও দেশে বেড়েছিস করোনায় (Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Case)। তবে সামান্য কমেছিল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
দেশের করোনা পরিসংখ্যান: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৫১। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের (Active Case) সংখ্যা ১৫ হাজার ৭৯। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) ০.৫৬ শতাংশ। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় (Corona) মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১৪৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ৯৫২।
রাজ্যের করোনা সংক্রমণ: রাজ্যেও ফের চোখ রাঙাচ্ছে করোনা (Corona Virus)। এই চোখ রাঙানি কি বয়ে আনতে পারে কোভিডের মারণ ভাইরাসের চতুর্থ ঢেউ (Covid Fourt Wave)? নাকি শ্রেফ অল্প কিছুটা বৃদ্ধি এই সংক্রমণে?
গতকাল প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) করোনা বুলেটিন (WB Corona Bulletin) অনুযায়ী, পশ্চিমবঙ্গে (West Bengal) নতুন করে করোনায় ৩১ জন সংক্রমিত হয়েছিলেন। ১ জনের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, গত ৩ এপ্রিল শেষ মারণ ভাইরাস কেড়ে নিয়েছিল কোনও রাজ্যবাসীকে। তারপর থেকে মৃত্যু সংখ্যা ছিল শূন্য। ক্রমশ কমছিল সংক্রমণ। কিন্তু তা ফের কিছুটা বাড়ায় চিন্তা বিভিন্ন মহলে। আর ১৯ দিন পর পর ফের পশ্চিমবঙ্গে করোনার জেরে মৃত্যু হল।