India Corona: গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল, একদিনে আক্রান্ত ২, ৬৮৫ জন
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ২১৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৬ হাজার ৮৩ জনের।
নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, তা এখনও আড়াই হাজারের ওপর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭১০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫৭২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার ২১৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮৬ হাজার ৮৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮২ লক্ষ ৯৫ হাজার ৯৩৪।
২ বছর পর, কোভিড-মুক্ত সিকিম ( Sikkim) । দুই রোগী সুস্থ হয়ে ওঠার পর, ঘোষণা করল সিকিমের স্বাস্থ্য দফতর (Sikkim government ) । প্রশাসন সূত্রে খবর, সিকিমে গত ২৪ ঘণ্টায় ৮৪টি নমুনা সংগ্রহ করা হলেও, পরীক্ষায় করোনা ধরা পড়েনি।
সিকিমে কোভিড পরিস্থিতি: হালে ২ জনের কোভিড ধরা পড়ে সিকিমে। তারা সুস্থ হয়ে ওঠায় দুই বছর পর শুক্রবার সিকিম একটি কোভিড-মুক্ত (Covid Free) রাজ্যে পরিণত হল। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা ৮৪ টি নমুনার মধ্যে রাজ্য কোনও নতুন রিপোর্ট পজিটিভ আসেনি। সিকিম মোট ৩৯১৬৫ টি COVID-19 কেস ধরা পড়ে। এবং ৩৭৯৬৬ জন রোগী এখন পর্যন্ত সেরে উঠেছে, ৭৪৭ জন রাজ্যের বাইরে চলে গেছে। কোভিডে মৃতের সংখ্যা সে-রাজ্যে ৪৫২, সিকিমের স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ২০২০ সালের ২৩ মে, দিল্লি থেকে ফিরে আসা ২৫ বছর বয়সী ছাত্রের কোভিড রিপোর্ট পজিটিভ আসে।
ঢল নেমেছে পর্যটকের? এ বছর, সিকিম সরকার কোভিড -১৯ বিধিনিষেধ তুলে নেয়। তৃতীয় তরঙ্গের পর সিকিম সরকার এই সিদ্ধান্তটি নেয়। তারপর থেকেই ঢল নেমেছে পর্যটকের। গত ২ বছরে করোনার জন্য সে-রাজ্যের পর্যটন শিল্প ভয়াবহ ভাবে ধাক্কা খায়। তারপর গত ফেব্রুয়ারিতে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক। এখন সমতল যখন গরমে ফুটছে, তখনই মানুষের ফেভারিট ডেস্টিনেশন পাহাড়। এই পরিস্থিতিতে লোক সমাগমও হচ্ছে বিস্তর। তা সত্ত্বেও রাজ্যকে কোভিড মুক্ত রাখতে পেরে খুশি প্রশাসন।