Hijab Row: শিক্ষা এবং হিজাবের মধ্যে একটিকে বেছে নিতে হবে কেন, মুখ খুললেন 'দঙ্গল' কন্যা জায়রা
Hijab Row: কর্নাটকের স্কুল-কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরা নিয়ে টানাপোড়েন তুঙ্গে। তার মধ্যেই শনিবার ইনস্টাগ্রামে এমন মন্তব্য করেন জায়রা।
মুম্বই: ধর্মীয় কারণ দেখিয়েই মায়ানগরী থেকে সরে দাঁড়িয়েছিলেন। কর্নাটক হিজাব বিতর্কে (Karnataka Hijab Row) এ বার মুখ খুললেন 'দঙ্গল' খ্যাত জায়রা ওয়াসিম (Zaira Wasim)। তাঁর মতে, হিজাব ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার নয়, বরং সর্বশক্তিমানের প্রতি সমর্পিত থাকার বাধ্যবাধকতা। কিন্তু বর্তমানে ধর্মীয় প্রতিশ্রুতি পালনে নারীদের বাধা দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেন জায়রা।
কর্নাটকের স্কুল-কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরা নিয়ে টানাপোড়েন তুঙ্গে। তার মধ্যেই শনিবার ইনস্টাগ্রামে এমন মন্তব্য করেন জায়রা (Zaira Wasim on Hijab)। তিনি লেখেন, 'হিজাব ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়, এই ধারণাটাই ভুল।নিজেদের সুবিধার্থে অথবা অজ্ঞতা থেকে এই তত্ত্ব খাড়া করা হয়েছে। হিজাব পছন্দ-অপছন্দের বিষয় নয়, ইসলামে এটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে। যে নারী হিজাব পরেন, তিনি সর্বশক্তিমানের প্রতি সমর্পিত থাকার প্রতিশ্রুতি পালন করছেন।'
জায়রা আরও লেখেন, 'কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে হিজাব পরিহিত একজন নারী হিসেবে এই গোটা প্রক্রিয়ার তীব্র বিরোধী আমি, যেখানে ধর্মীয় প্রতিশ্রুতি পালনে নারীদের বাধা দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে।'
View this post on Instagram
আরও পড়ুন: Ritabhori Chakraborty: দুবাইয়ের ফুলের বাগানে সময় কাটাতে ঋতাভরী বাছলেন ফ্লোরাল গাউন, টিয়ারা
মুসলিম মেয়েদের শিক্ষা এবং হিজাবের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলা অবিচার বলেও মন্তব্য করেন জায়রা। তিনি লেখেন, 'মুসলিম মেয়েদের প্রতি এই বিরূপ আচরণ, এমন একটি ব্য়বস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষা এবং হিজাবের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তা চূড়ান্ত অবিচার। নিজেদের বিশেষ উদ্দেশ্যর সঙ্গে খাপ খায়, তার জন্য মুসলিম মেয়েদের নির্দিষ্ট করে একটি বেছে নিতে বলা হচ্ছে। তার পর নিজেদের তৈরি ফাঁদে ফেলে আবার সমালোচনাও করা হচ্ছে তাদের। অন্য উপায়ে এটা করা যাবে না। এটা বিরূপ আচরণ বই অন্য কিছু নয়।'
নারীর ক্ষমতায়নের নামে মুসলিম মেয়েদের প্রতি এই আচরণ একেবারেই কাম্য নয় বলে মত জায়রার। তাঁর কথায়, "নারীর ক্ষমতায়ন বলতে যা বোঝায়, এই ঘটনায় তার সম্পূর্ণ পরিপন্থী।"
পর পর সফল ছবি উপহার দেওয়ার পর যখন প্রচারের আলোর কেন্দ্রে তিনি, সেই সময় ২০১৯ সালে অভিনয় এবং গ্ল্যামার জগৎ থেকে বিদায় নেন জায়রা। তার জন্য সেইসময়ই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তার পর ধীরে ধীরে নেটমাধ্যমে দেখা দিতে শুরু করেন তিনি। এ বার কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন জায়রা।