Kartik 2022 : কার্তিক মাসে এই ৪টি কাজ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়
Lord Vishnu's Blessings : এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করলে বিশেষ কৃপা লাভ হয়। জীবনের সব ইচ্ছা পূরণ হয়
কলকাতা : কার্তিক মাসকে (Kartik Month) উত্তম মাসও বলা হয়। এই মাসে ভগবান বিষ্ণুর (Lord Vishnu) পুজো করলে বিশেষ কৃপা লাভ হয়। জীবনের সব ইচ্ছা পূরণ হয়।
কার্তিক মাসের নিজস্ব ধর্মীয় ও বৈজ্ঞানিক তাৎপর্য (Religious and Scientific Significance of the month Kartik) রয়েছে। এই মাসে যাঁরা শৃঙ্খলা মেনে কাজ করেন, তাঁদের সকল কষ্ট দূর করেন শ্রী হরি। এর পাশাপাশি যাঁরা নিয়ম মেনে চলেন, তাঁরাও সুস্বাস্থ্য লাভ করেন।
বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে যাঁরা এই চারটি কাজ করেন, তাঁদের উপর ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পড়ে। এই চারটি কাজ কী, চলুন জেনে নেওয়া যাক-
স্নান : পুরাণ এবং ধর্মীয় গ্রন্থে বর্ণনা পাওয়া যায় যে, হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসে পবিত্র নদীতে স্নান করলে সৌভাগ্য বৃদ্ধি পায়। কার্তিক মাসে যমুনা নদীর বিশেষ পুজো করা হয়। এর পাশাপাশি কার্তিক মাসে যম দ্বিতীয়ার দিনে যমুনায় স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
তুলসি পুজো : কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসি বিবাহ হয়। এমনটা বিশ্বাস করা হয় যে, তুলসির পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
প্রদীপ জ্বালানো : ধর্মীয় বিশ্বাস অনুসারে, কার্তিক মাসে সন্ধ্যায় পবিত্র নদী বা তুলসির কাছে প্রদীপ জ্বালানো উচিত। প্রদীপ জ্বালালে জীবনে ইতিবাচকতা আসে। দেবতাদের আশীর্বাদও পাওয়া যায়।
আমলা পুজো : আমলাকে আয়ুর্বেদে একটি শক্তিশালী ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। কার্তিক মাসে আমলা গাছের বিশেষ পুজো করা হয়। সর্বোত্তম ওষুধ হওয়ায় আমলার ধর্মীয় গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে, লক্ষ্মীজি শিব ও ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে আমলা গাছের পুজো করেছিলেন।
আরও পড়ুন ; মানিব্যাগে এই জিনিসগুলি রাখছেন ? হতে পারে আর্থিক ক্ষতি !
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)