![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী হতে চান না, বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনাই লক্ষ্য, রাহুলের সঙ্গে সাক্ষাৎ সেরে বললেন নীতীশ
Rahul Gandhi: সোমবার সন্ধেয় দিল্লির তুঘলক রোডে রাহুলের বাড়িতে যান নীতীশ। সেখানে ২০২৪-এ বিরোধী জোট নিয়েই দু’জনের মধ্যে বিশদ আলোচনা হয়েছে বলে খবর।
![Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী হতে চান না, বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনাই লক্ষ্য, রাহুলের সঙ্গে সাক্ষাৎ সেরে বললেন নীতীশ Lok Sabha Election 2024 Nitish Kumar meets Rahul Gandhi aims to bring opposition parties under one umbrella Lok Sabha Election 2024: প্রধানমন্ত্রী হতে চান না, বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনাই লক্ষ্য, রাহুলের সঙ্গে সাক্ষাৎ সেরে বললেন নীতীশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/06/84b4101a76e7a80088c6ac73482f6f201662453295867338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিজেপি-র সঙ্গত্যাগের সময়ই চাওয়া-পাওয়া পরিষ্কার করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আর দিল্লির মসনদে থাকবেন না নরেন্দ্র মোদি। নিজের প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নেই বলে জানালেও, গত কয়েক দিনে নীতীশ কুমারের (Nitish Kumar) গতিবিধি তাঁর রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। তাতে আরও একধাপ এগিয়ে দিল্লিতে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (rahul Gandhi) সঙ্গে সাক্ষাৎ সারলেন বিহারের মুখ্যমন্ত্রী। বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতেই রাহুলের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ বলে জানা গিয়েছে।
দিল্লিতে রাহুল-নীতীশ সাক্ষাৎ
সোমবার সন্ধেয় দিল্লির তুঘলক রোডে রাহুলের বাড়িতে যান নীতীশ। সেখানে ২০২৪-এ বিরোধী জোট নিয়েই দু’জনের মধ্যে বিশদ আলোচনা হয়েছে বলে খবর। তবে তিনি নিজে প্রধানমন্ত্রী হতে চান না বলে আরও একবার স্পষ্ট করে দিয়েছেন নীতীশ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আঞ্চলিক দলগুলিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। লোকসভা নির্বাচনের আগে তাই শক্তপোক্ত বিরোধীপক্ষ গড়ে তোলাই আমার লক্ষ্য। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও বাসনা নেই আমার।’’
তবে নীতীশ না চাইলেও, তাঁকে নিয়ে জোর গুঞ্জন দিল্লির রাজনৈতিক মহলে। বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে একের পর এক রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন তিনি। তা নিয়ে কোনও রাখঢাকও করেননি তিনি। সমস্ত বিরোধী দলকে একছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে বেরিয়েছেন বলে জানিয়েছেন।
তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর সাক্ষাতের দিকেই এখন তাকিয়ে সকলে। কারণ গত কয়েক দিনে একাধিক বার আম আদমি পার্টিকে জাতীয় ক্ষেত্রে বিজেপি-র বিকল্প হিসবে তুলে ধরেছেন কেজরিওয়াল। পঞ্জাবে তাঁর দলের সরকার রয়েছে। এর পাশাপাশি গুজরাতেও আম আধমি পার্টি জমি দখলের লড়াইয়ে নেমে পড়েছে। ২০১৪-য় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পতনের জন্য কেজরিওয়ালের ভূমিকা এমনিতেই চর্চিত। তাই নীতীশের আহ্বানে তিনি সাড়া দেন কি না, তা সময়ই বলবে।
বিরোধী ঐক্যে শান দিতে সফরে নীতীশ
কেজরিওয়াল ছাড়াও এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করতে আগ্রহী নীতীশ। কর্নাটকে জোট সরকারের পতনের পর কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানেন তিনি। ইউপি-এর পক্ষে তাঁর সমর্থন চান নীতীশ। এ ছাড়াও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ারের সঙ্গেও দেখা করার কথা তাঁর,২০১৯-এ বিরোধী ঐক্য গড়ে তুলতে তাঁকেই বেশি সচেষ্ট হতে দেখা যায়। আগামী দিনে সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গেও দেখা করবেন নীতীশ। যাবেন হরিয়ানাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)