Maharashtra Political Crisis: মসনদে ফিরছেন তিনি! উদ্ধবের পদত্যাগের পরই মিষ্টিমুখ ফড়নবীশের, উল্লাস বিজেপি-র দফতরে
Devendra Fadnavis: সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট।
মুম্বই: শিবসেনার (Shiv Sena) অন্তর্দ্বন্দ্বে তাঁদের কোনও ভূমিকা নেই বলে গোড়া থেকে দাবি করে আসছিলেন। কিন্তু শিবসেনার ঘরে বিদ্রোহের আগুন লাগামাত্রই, দিল্লি থেকে গুজরাতে তাঁর সক্রিয়তা ভাল রকম চোখে পড়ছিল। তার পর এক দিন আগেই যাবতীয় রাখঢাক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। মহারাষ্ট্রের 'মহা বিকাশ আঘাডি' জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারের কাছে। এ বার মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis) মসনদে প্রত্যাবর্তনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোট রয়েছে। ফড়নবীশও সরকার গঠনের প্রস্তাব নিয়ে কোশিয়ারির কাছে যেতে প্রস্তুত বলে জানা গিয়েছে। উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে একনাথ শিন্ডেকে। সব ঠিক থাকলে ১ জুলাই শপথ নিতে পারেন তাঁরা।
মহারাষ্ট্রের দেবেন্দ্রর প্রত্যাবর্তন!
রাজ্যপালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আস্থাভোট স্থগিত রাখার আর্জি নিয়ে গিয়েছিলেন উদ্ধব। কিন্তু কয়েক ঘণ্টা ধরে শুনানির পর বুধবার তাঁর সেই আর্জি খারিজ হয়ে যায়। নির্ধারিত সময়ে, বৃহস্পতিবার সকাল ১১টায় আস্থাভোটের নির্দেশ দেয় শীর্ষ আদালত। আর তার পরই ফেসবুক লাইভে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। আর তিনি পদত্যাগ ঘোষণা করার পরই উৎসব শুরু হয়ে যায় পদ্ম শিবিরে। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিলের সঙ্গে সেই সময় তাজ প্রেসিডেন্ট হোটেলে ছিলেন ফড়নবীশ। বিজেপি-র অন্য নেতারাও সেখানে ছিলেন। উদ্ধব পদত্যাগের ঘোষণা করা মাত্রই শুরু হয়ে যায় উল্লাস, মিষ্টিমুখ। প্রায় ধরেবেঁধে সকলে মিলে ফড়নবীশকে মিষ্টিমুখ করান।
#WATCH | Maharashtra: BJP leaders at a hotel in Mumbai during a legislative meeting cheering slogans in favour of Former CM & BJP leader Devendra Fadnavis pic.twitter.com/Os2lAPiZX5
— ANI (@ANI) June 29, 2022
আরও পড়ুন: Uddhav Thackeray Resigns: রাত পোহালেই আস্থাভোট, তার আগে পদত্যাগ ঘোষণা উদ্ধবের
ফড়নবীশের পরিশ্রম, সাধনার ফলস্বরূপই মহারাষ্ট্রে বিজেপি ফের ক্ষমতায় ফিরতে চলেছে বলে জানান দলের নেতারা। হোটেলে সকলে মিলে তাঁর নামে ধ্বনি দিতে শুরু করেন। একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার বিক্ষুব্ধ নেতাদের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়তে ফড়নবীশ লাগাতার দিল্লির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানা গিয়েছে। এর আগে, গত সপ্তাহে গুজরাতে অমিত শাহের সঙ্গে তিনি একান্তে শিন্ডের সঙ্গে বৈঠক করেন বলেও জানা যায়। তার পরই মঙ্গলবার উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
এ দিন সন্ধেয় মহারাষ্ট্রে আস্থাভোটে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্ধারিত সময়েই আস্থাভোট করার নির্দেশ দেওয়া হয়। সকাল ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হবে বলে জানা গিয়েছে। কিন্তু আস্থাভোটে অংশ নেবেন না উদ্ধব। মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর বিধান পরিষদীয় সদস্যপদ থেকেও ইস্তফা দেন উদ্ধব।
#MaharashtraPolitcalCrisis | Former Maharashtra CM & BJP leader Devendra Fadnavis along with state BJP chief Chandrakant Patil & other party leaders at Taj President hotel in Mumbai for a legislative meeting pic.twitter.com/9az7XBhq15
— ANI (@ANI) June 29, 2022
বৃহস্পতিবার মহারাষ্ট্রে আস্থাভোট
তবে এনসিপি এবং কংগ্রেসের তরফে সরকার টিকিয়ে রাখার প্রচেষ্টা শুরু হয়েছে। দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এনসিপি-র দুই বিধায়ক অনিল দেশমুখ এবং নবাব মালিক। সরকার টিকিয়ে রাখতে সুপ্রিম কোর্টের স্বারস্থ হয়েছিলেন তাঁরা, যাতে আস্থাভোটে ভোটদান করতে পারেন তাঁরা। তাতে সায় দিয়েছে আদালত। সিবিআই এবং ইটি কাল তাঁদের বিধানসভায় নিয়ে যাবে। তবে অসম্ভব কিছু না ঘটলে, সংখ্যার নিরিখে আদৌ তারা বিজেপি-কে টেক্কা দিতে পারবে না বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।