(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra Trust Vote Live: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে, ডেপুটি ফড়ণবীস, পর পর শপথবাক্য পাঠ
Maharastra Political Crisis: সুপ্রিম কোর্টের নির্দেশে আজ মহারাষ্ট্রে আস্থাভোট। জেনে নিন প্রতি মুহূর্তের আপটেড।
LIVE
Background
মুম্বই: বিদ্রোহের সূচনাপর্বেই অশনি সঙ্কেত দেখেছিলেন অনেকে। তা-ই সত্য প্রমাণিত হল মহারাষ্ট্রে (Maharashtra Political Crisis)। সেখানে বিজেপি-র ক্ষমতায় ফেরার সম্ভাবনা জোরাল হচ্ছে। দু'দিন আগেই উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) সরকারের বিরুদ্ধ অনাস্থা প্রস্তাব নিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির কাছে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। তাতে উদ্ধব সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেও, খালিহাতে ফিরতে হয়েছে উদ্ধব তথা এনসিপি-কংগ্রেসের মহা আঘাডি জোটকে। নির্ধারিত সময়েই, বৃহস্পতিবার সকাল ১১টায় আস্থাভোট করানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Maharashtra Trust Vote)।
আদালতের নির্দেশের পরই বুধবার রাতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব। ছেড়ে দেন বিধান পরিষদের সদস্যপদও। আস্থাভোটেও অংশ নিচ্ছেন না তিনি। তবে তাঁর দুই শরিক, এনসিপি এবং কংগ্রেস এখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্নীতি মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন এনসিপি-র দুই বিধায়ক অনিল দেশমুখ এবং নবাব মালিক। সরকার টিকিয়ে রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা, যাতে আস্থাভোটে ভোটদান করতে পারেন। তাতে সায় দিয়েছে আদালত। সিবিআই এবং ইডি তাঁদের বিধানসভায় ভোট দিতে নিয়ে যাবে।
এ দিকে, ক্ষমতায় ফিরতে মরিয়া ফড়নবীশও। শিবসেনার ঘরে বিদ্রোহের আগুন লাগামাত্রই, দিল্লি থেকে গুজরাতে তাঁর সক্রিয়তা ভাল রকম চোখে পড়ছিল। তার পর মঙ্গলবার যাবতীয় রাখঢাক ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মহারাষ্ট্রের 'মহা বিকাশ আঘাডি' জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির কাছে। মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis) মসনদে প্রত্যাবর্তনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সরকার গঠনের প্রস্তাব নিয়ে কোশিয়ারির কাছে যেতে তিনি প্রস্তুত বলে জানা গিয়েছে। উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে একনাথ শিন্ডেকে (Eknath Shinde)। সব ঠিক থাকলে ১ জুলাই শপথ নিতে পারেন তাঁরা।
বুধবার মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করতেই উৎসব শুরু হয়ে যায় পদ্ম শিবিরে। মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাটিলের সঙ্গে সেই সময় তাজ প্রেসিডেন্ট হোটেলে ছিলেন ফড়নবীশ। বিজেপি-র অন্য নেতারাও সেখানে ছিলেন। প্রায় ধরেবেঁধে সকলে মিলে ফড়নবীশকে মিষ্টিমুখ করান।
Maharashtra Live News: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে, ডেপুটি ফড়ণবীস, পর পর শপথবাক্য পাঠ
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিণ্ডে। ডেপুটি পদে শপথবাক্য পাঠ দেবেন্দ্র ফড়ণবীসের।
Maharashtra Live Update: মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস। বিজেপি-র অনুরোধে সাড়া। মুখ্যমন্ত্রীর পদ না পেয়ে অসন্তুষ্ট ছিলেন।
भाजपा अध्यक्ष श्री @JPNadda जी के कहने पर श्री @Dev_Fadnavis जी ने बड़ा मन दिखाते हुए महाराष्ट्र राज्य और जनता के हित में सरकार में शामिल होने का निर्णय लिया है।
— Amit Shah (@AmitShah) June 30, 2022
यह निर्णय महाराष्ट्र के प्रति उनकी सच्ची निष्ठा व सेवाभाव का परिचायक है। इसके लिए मैं उन्होंने हृदय से बधाई देता हूँ।
Maharashtra Live News: বড় মনের পরিচয় দিয়েছে বিজেপি: শিন্ডে
১২০ জন বিধায়ক থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে আগ্রহ দেখাননি দেবেন্দ্র ফড়ণবীস নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি নেতাদের কাছে কৃতজ্ঞ আমি। উদারতা দেখিয়েছেন ওঁরা। বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী করেছেন: শিন্ডে।
Maharashtra Live Update: বালা সাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাব: শিণ্ডে
বালা সাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাব: শিণ্ডে। এমভিএ সরকারে কাজ করতে সমস্যা হচ্ছিল: শিণ্ডে।
Maharashtra Live News: সরকারগঠনের প্রস্তাব পেশ, রাজভবনে রাজ্যেপালের হাতে মিষ্টিমুখ ফড়ণবীস, শিন্ডের
রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে সাক্ষাতে সরকার গড়ার প্রস্তাব দেবেন্দ্র ফড়ণবীস এবং একনাথ শিন্ডের। রাজভবনে মিষ্টিমুখ। সন্ধে ৭টায় শপথগ্রহণ।