Modi: 'আদানির থেকে টেম্পো ভর্তি কালো টাকা গেছে কংগ্রেসের অ্যাকাউন্টে', বিস্ফোরক দাবি মোদির
ABP Ananda Live: কয়েক মাস আগে, লোকসভা ভোটের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, "আদানির থেকে টেম্পো ভর্তি কালো টাকা গেছে কংগ্রেসের অ্যাকাউন্টে।" মোদির এই মন্তব্যে আলোড়ন পড়ে যায় গোটা দেশে। পাল্টা রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, এ নিয়ে নিশ্চয় প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা আছে!
আরও খবর, বৃহস্পতিবার আদানি-ইস্য়ুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। গতবছর হিন্ডেনবার্গ রিপোর্টে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পর গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। তবে তৃণমূলের এই আদানি-বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক নয়। তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ২০২১ সালের ২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। ২০২২ সালে রাজ্য় সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্য়মন্ত্রী।
![Bangladesh : সীমান্তে BGB-র বাধা, এখনও শুরুই করা গেল না কাঁটাতার দেওয়ার কাজ ! কবে সমাধান ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/f813a4dc578729466dea08174fa423411736789400498535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)