Naxals Encounter: ছত্তিসগঢ়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সিআরপিএফ জওয়ান
কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)-এর ১৬৮ তম ব্যাটেলিয়নের এক টহলদারি দল রাস্তা খোলা ও পরিষ্কার করার কর্তব্য পালনের জন্য বেরিয়েছিল।এই সময়ই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
![Naxals Encounter: ছত্তিসগঢ়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সিআরপিএফ জওয়ান Naxals Encounter Putkel Jungle CRPF 168bn Assistant Commandant Killed IG Bastar Naxals Encounter: ছত্তিসগঢ়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সিআরপিএফ জওয়ান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/12/93e66119c847dfc90102ae4bc84a366f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Naxals Encounter:ছত্তিশগঢ়ের পুটকেলের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই। আইজি বস্তার সুন্দররাজ জানিয়েছেন, এই গুলি বিনিময়ে সিআরপিএফের ১৬৮ ব্যাটেলিয়নের এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আরও এক জওয়ান জখম হয়েছেন।
ছত্তিশগঢ়ের বসাগুড়া থানা একালায় থিম্মাপুরে এই ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)-এর ১৬৮ তম ব্যাটেলিয়নের এক টহলদারি দল রাস্তা খোলা ও পরিষ্কার করার কর্তব্য পালনের জন্য বেরিয়েছিল।এই সময়ই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গুলিবিদ্ধ হন। এরপরই তিনি মারা যান। নিহত সিআরপিএফ আধিকারিকের নাম এসবি টির্কে বলে জানা গেছে। রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৪০ কিমি দূরের এই এলাকায় আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ের পর ওই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঘটনায় জড়িতেদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবাদীদের উপদ্রব বন্ধের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের ২৬ সেপ্টেম্বর ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক বছরের মধ্যেই সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন। বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক বছরের মধ্যে মাওবাদী সমস্যার সুরাহা করার আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ জন্য প্রয়োজন চাপ বাড়ানো, গতি বৃদ্ধি ও আরও বেশি সমন্বয়। মাওবাদীদের অর্থের যোগান বন্ধের গুরুত্বের কথা উল্লেখ করে শাহ বলেছিলেন যে, কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে যৌথভাবে পদ্ধতি গড়ে তুলে অর্থের যোগান বন্ধের ব্যবস্থা করতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)