Popular World Leaders : টানা ৩ বার, বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় ফের শীর্ষে মোদি
Most Popular World Leader : আমেরিকার সংস্থা Morning Consult-এর পরিসংখ্যানে এমনই তথ্য সামনে এসেছে
নয়া দিল্লি : জনপ্রিয়তায় (Popularity) বিশ্বের যে কোনও রাষ্ট্রনেতার থেকে এখনও তিনিই এগিয়ে। ফের একবার তা প্রমাণিত হল। বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতাদের (Most Popular Leaders in the World) তালিকায় আবারও তিনি শীর্ষে। এনিয়ে টানা তিনবার। আমেরিকার সংস্থা Morning Consult-এর পরিসংখ্যানে এমনই তথ্য সামনে এসেছে। প্রায় ৭৫ শতাংশ রেটিং নিয়ে বিশ্বের তাবড় নেতাদের পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তালিকায় কারা ?
তাঁর পিছনে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ অব্রাডর ও তাঁর পরবর্তী স্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। অব্রাডরের রেটিং ৬৩ শতাংশ ও দ্রাঘির ৫৪ শতাংশ। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ২২ জন নেতা।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ও মার্কিনদের বহু প্রত্যাশা-পূরণের সম্ভাবনা নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি হওয়া জো বাইডেন এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর রেটিং ৪১ শতাংশ। তাঁর পিছনেই রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো । ৩৯ শতাংশ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রেটিং ৩৮ শতাংশ।
আরও পড়ুন ; জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের অনুষ্ঠানে যাচ্ছেন মোদি
প্রসঙ্গত, এর আগেও বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছেন মোদি। ২০২১-এর নভেম্বর ও ২০২২-এর জানুয়ারির পরিসংখ্যানে এই সাফল্য অর্জন করেছিলেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সঙ্গে মোকাবিলা করে নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন মোদি।
শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সুসম্পর্কও রয়েছে মোদির। বারবার তার প্রতিফলন দেখা গেছে। সেই সূত্রেই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও যোগ দিতে যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, আগামী মাসে শিনজো আবের শেষকৃত্য অনুষ্ঠান উপলক্ষে জাপানে যাচ্ছেন মোদি। জাপান সরকারের তরফে জানা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য হবে ২৭ সেপ্টেম্বর। টোকিওতে এই অনুষ্ঠান পালন করা হবে।
এদিকে Morning Consult জানাচ্ছে, এ বছর ১৭ থেকে ২৩ অগাস্টের মধ্যে সংগ্রহ করা নথির ভিত্তিতে এই রেটিং দেওয়া হয়েছে। প্রত্যেক দেশের প্রাপ্ত বয়স্করা এনিয়ে মতামত দিয়েছেন। সব সাক্ষাৎকারই অনলাইনে নেওয়া হয়েছে।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।