Punjab: হাসপাতালেই সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করোনা রোগীর !
সন্ধ্যা ৬টা নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডে একটি সিলিং ফ্যানে ঝুলে পড়ে আত্মহত্যা করেন ওই করোনায় আক্রান্ত রোগী ৷ এমনটাই হাসপাতাল সূত্রে খবর ৷
লুধিয়ানা: আর্থিক দিক থেকে সমস্যা অনেকদিনই চলছিল ৷ শেষপর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালেই নিজের ওয়ার্ডে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন লুধিয়ানার এক কোভিড আক্রান্ত রোগী ৷ বয়স মাত্র ৩৫ ৷ নাম সতপাল ৷ তিনি সিমলাপুরীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷ যতটুকু আয় হত, তা দিয়ে দিন চলাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল সতপালের ৷ এরপর কোভিডে আক্রান্ত হলে মানসিক ভাবে আরোই ভেঙে পড়েন তিনি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোভিডের লক্ষণগুলি ধরা পড়ার পরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সতপালকে ৷ এরপর তার পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে ৷ সন্ধ্যা ৬টা নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডে একটি সিলিং ফ্যানে ঝুলে পড়ে আত্মহত্যা করেন সতপাল ৷ এমনটাই হাসপাতাল সূত্রে খবর ৷
ডিভিশন ২ এসএইচও-র ইন্সপেক্টর সতপাল সিং বলেন, ‘‘ যে যুবক আত্মহত্যা করেছেন তিনি সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন ৷ বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে ৷ হাসপাতালের এক কর্মী তাঁকে দেখতে গিয়েই ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ সন্ধ্যা ৬টা নাগাদ হাসপাতালের ওই কর্মী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রোগীকে দেখেই বাকিদের খবর দেন ৷ ’’
মৃত সতপালের দুটি মেয়ে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ ৷
Punjab: A 35-year-old COVID patient died allegedly by hanging himself from a fan in Ludhiana's Civil Hospital
— ANI (@ANI) April 21, 2021
He was admitted to the hospital the previous day, was vaccinated at 5 pm. An hour later, hospital staff found him hanging from fan. Probe on: ACP Waryam Singh (20.04) pic.twitter.com/qxPcoAcHcW
করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত দিশাহারা গোটা দেশ। দৈনিক মৃ্ত্যুর সংখ্যা ইতিমধ্যেই ১,৭০০ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রবিবার প্রতি ঘণ্টায় সংক্রমিত হয়েছিলেন ১০,৮৯৫ জন। সোমবার সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু যথাক্রমে ১১,৪০৮ এবং ৬৭। মঙ্গলবার সংক্রমণ সামান্য কমলেও ঘণ্টা-পিছু মৃত বেড়ে দাঁড়ায় ৭৩।