Jammu And Kashmir: অতর্কিতে এলোপাথাড়ি গুলি, কাশ্মীরে নিহত ব্যাঙ্ক ম্যানেজার, বড় ধরনের পরিকল্পনার ইঙ্গিত
Terrorism Act: দু'দিন আগেই জম্মুতে রজনী বালা নামের এক শিক্ষিকাকে জম্মুতে খুন করে জঙ্গিরা। স্কুলের বাইরে গুলি করে মারা হয় তাঁকে।
শ্রীনগর: উপত্যকায় ফের স্থানীয় সংখ্যালঘু হত্যার ঘটনা (Jammu And Kashmir)। জঙ্গিদের হাতে সেখানে খুন হলেন রাজস্থান নিবাসী এক ব্যাঙ্ক ম্যানেজার (Rajasthan Bank Manager) খুন হয়েছেন সেখানে। গত তিন দিনে এই নিয়ে তৃতীয় বার উপত্যকায় সংখ্যালঘুদের নিশানা করে হামলা চালানো হল। নিহত ব্যক্তি অতি সম্প্রতি ওই ব্যাঙ্কে চাকরিতে যোগ দেন বলে জানা গিয়েছে।
কাশ্মীরে ফের জঙ্গি হামলা
বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরে কুলগামে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তিকে বিজয় কুমার বলে শনাক্ত করা গিয়েছে। তিনি আদতে রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। কুলগামের আরে মোহনপাড়া গ্রামে ইলাকি দেহাতি ব্যাঙ্কে (Ellaqui Dehati Bank/EDB) চাকরি নিয়ে আসেন। এ দিন ব্যাঙ্কে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পথেই তাঁর মৃত্যু হয় বলে অনুমান।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে বিষয়টি নিয়ে ট্যুইট করা হয়। তাতে লেখা হয়, 'কুলগাম জেলার আরে মোহনপাড়া এলাকায় ইলাকি দেহাতি ব্যাঙ্কের ম্যানেজারকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে গুরুতর জখম হন ওই ব্যক্তি। রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা তিনি। হামলাস্থলটি খালি করে দেওয়া হয়েছে। বিশদ তথ্য শীঘ্রই তুলে ধরা হবে।' এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কাশ্মীরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র ব্যর্থ বলে আক্রমণ শানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Delhi Crime News: রাস্তা পেরোতে সাহায্যের নামে দৃষ্টিশক্তিহীন মহিলাকে ধর্ষণ দিল্লিতে
দু'দিন আগেই জম্মুতে রজনী বালা নামের এক শিক্ষিকাকে জম্মুতে খুন করে জঙ্গিরা। স্কুলের বাইরে গুলি করে মারা হয় তাঁকে। তবে ব্য়াঙ্ক ম্যানেজারের খুন হওয়ার পিছনে বড় ধরনের পরিকল্পনা রয়েছে বলে সন্দেহ পুলিশের। কারণ ২৪ ঘণ্টা আগেই কুলগাম সংলগ্ন শোপিয়ান থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। বুধবার সন্ধেয় নিজের বাড়িতেই জঙ্গিদের গুলিতে জখম হন স্থানীয় বাসিন্দা আহমেদ শেখ।
এর পাশাপাশি, বৃহস্পতিবার সকালেই বিস্ফোরণে জখম হয়েছেন তিন সেনাকর্মী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেনা সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়িতে চেপে উপত্যকায় সন্ত্রাস দমন অভিযানে বেরিয়েছিলেন ওই তিন সেনাকর্মী। গন্তব্যে পৌঁছনোর আগে বিস্ফোরণটি ঘটে। আইডি নাকি গাড়ির ব্যাটারি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমালোচনার মুখে কেন্দ্র
তবে কাশ্মীরে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হিন্দু এবং কাশ্মীরি পণ্ডিতরাই একের পর এক এই হামলায় রাজনৈতিক উস্কানি নিয়ে সরব হয়েছেন। গত মাসে রাহুল ভাট নামের এক কাশ্মীরি পণ্ডিত খুন হন সেখানে। রাজনৈতিক উস্কানি, বিভাজনের রাজনীতির জন্যই এমন পরিস্থিতি মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ তাঁদের। অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে আন্দোলন করছেন তাঁরা।