Reliance Benchmark: এক বছরে ৭ লক্ষ ৯২ হাজার ৭০০ কোটি আয়, দেশের প্রথম সংস্থা হিসেবে নজির রিলায়্যান্সের
Reliance Industries Limited:
নয়াদিল্লি: সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিডেট (Reliance Industries Limited/RIL)। এক বছরে ১০ হাজার কোটি ডলার আয় হয়েছে তাদের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ লক্ষ ৯২ হাজার ৭০০ কোটি টাকা। এ যাবৎ এক বছরে এমন রেকর্ড আয়ের নজির নেই দেশের অন্য কোনও সংস্থার।
ব্যবসায় রেকর্ড আয় রিলায়্য়ান্সের
গত মার্চে ২০২১-’২২ অর্থবর্ষের শেষে কত আয় হয়েছে, তার নথি জমা দিয়েছে রিলায়্যান্স। তাতে বলা হয়েছে, মার্চ মাসে শেষ ত্রৈমাসিক শেষে তাদের আয় ২২.৫ শতাংশ বেড়েছে, যার মধ্যে শেষ ত্রৈমাসিকের পর ১৬ হাজার ২০৩ কোটি টাকা মুনাফা হয়েছে, গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকের পর যা ছিল ১৩ হাজার ২২৭ কোটি টাকা।
#Reliance Industries becomes 1st Indian corporate to cross $100 billion in sales as its posts revenues of Rs 792,756 cr up by 47% and net profit at Rs 67,845 cr up 26%. #RIL declares dividend of Rs 8 per share. @ril_foundation @flameoftruth @RelianceDigital @reliancejio pic.twitter.com/P9K15XFUQq
— Parimal Nathwani (@mpparimal) May 6, 2022
তৈল শোধনাগার এবং টেলিকম ব্যবসা থেকেই মূলত আয় বেড়েছে বলে জানিয়েছে রিলায়্যান্স। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ বলেন, “কোভিড অতিনারি, ভূরাজনৈতিক সঙ্কট সত্ত্বেও ২০২২ অর্থবর্ষে সাফল্যের নজির গড়েছে রিলায়্যান্স। ডিজিটাল এবং রিটেল পরিষেবাও ভাল ব্যবসা করেছে। জ্বালানির বাজার টালমাটাল থাকলেও, আমাদের O2C (তেল এবং রাসায়নিক) ব্যবসা স্থিতিশীল থেকেছে।”
#Reliance Net Profit Up 22.4% to Rs 16,203 cr,
— Ashish K Nayak (@Nayakone) May 6, 2022
The company reported revenue of Rs 7,92,756 crore or $104.6 billion, making it the first-ever firm to hit the $100 billion revenue mark.
আরও পড়ুন: Volkswagen Virtus review: এসইউভির মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দ্রুত ওভারটেকের ক্ষমতা ধরে এই সেডান
পেট্রোপণ্য, রিটেল, টেলিকম, তুঙ্গে বৃহস্পতি
২০২১-’২২ অর্থবর্ষে Reliance Jio-র গ্রাহক পিছু আয় বেড়েছে ১০.৬ শতাংশ। ২২ শতাংশ শুল্কবৃদ্ধিতেই মুনাফা বেড়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। আয়কর বাদ দিলে, তেল এবং রাসায়নিক ব্যবসায় গত বছরের তুলনায় রিলায়্যান্সের আয় বেড়েছে ২৫ শতাংশ।গত এক বছরে তাঁর সংস্থার বিভিন্ন শাখায় ২ লক্ষ ১০ হাজার নতুন কর্মী নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন মুকেশ। গোটা দেশে তাঁদের রিটেল স্টোরের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে বেল জানিয়েছেন তিনি।