Madhya Pradesh News: কার আওতায় এলাকা ? দুই রাজ্যের টানাপোড়েনে রাস্তায় যুবকের নিথর শরীর পড়ে ৪ ঘণ্টার বেশি সময় !
Road Accident: দিল্লিতে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন রাহুল আহিরওয়াড় নামের ওই যুবক। রাস্তা পেরনোর সময় তাঁকে চাপা দিয়ে চলে যায় একটি অজ্ঞাতপরিচয় গাড়ি।
মহোবা : মর্মান্তিক ! দুর্ঘটনায় মৃত ২৭ বছরের যুবকের দেহ রাস্তায় পড়ে রইল ৪ ঘণ্টার বেশি সময় ধরে। কার এলাকায় ঘটনা ? এনিয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে পুলিশের টানাপোড়েনের জেরেই অমানবিক এই ঘটনা।
দিল্লিতে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন রাহুল আহিরওয়াড় নামের ওই যুবক। রাস্তা পেরনোর সময় তাঁকে চাপা দিয়ে চলে যায় একটি অজ্ঞাতপরিচয় গাড়ি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তাঁরা মধ্যপ্রদেশের হরপালপুর থানায় খবর দেন। এরপর পুলিশ আসে ঘটনাস্থলে । পুলিশ এসে বলে, জায়গাটি উত্তরপ্রদেশের মহবা জেলার মহবকান্ত থানার অধীনে পড়ছে। তারপর তারা চলে যায়।
এরপর গ্রামবাসী উত্তরপ্রদেশের থানায় খবর দেন। তারা বিষয়টি এড়িয়ে যায়। বলে, ওটা মধ্যপ্রদেশ পুলিশের অধীনে পড়ে। এরপর ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। প্রতিবাদ জানান তাঁরা। ঘটনাস্থলেই পড়ে রয় মৃতদেহটি। এর প্রায় ৪ ঘণ্টা পর, মৃতদেহটি উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ। সেটি ময়নাতদন্তে পাঠায়। এরপরই রাস্তা অবরোধ তুলে নেন স্থানীয়রা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থলের ভিডিও থেকে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা দেহর পাশে বসে কাঁদছেন পরিবারের সদস্যরা। তাঁর এক আত্মীয় রামদিন বলেন, "আমার তুতো ভাই দুর্ঘটনায় মারা গেছেন। এই এলাকার মধ্যপ্রদেশের অধীনে পড়ে। কিন্তু, ঘণ্টার পর ঘণ্টা ধরে রাস্তায় পড়ে দেহ। কারণ, কেউ দায়িত্ব নিতে চায় না। মধ্যপ্রদেশের একজন পুলিশ যিনি এসেছিলেন, তিনি এসে আমাদের বকছেন। বলছেন, এই এলাকা নাকি তাঁদের আওতায় আসে না। আমরা চাই, দ্রুত মৃতদেহের ময়নাতদন্ত করা হোক। যাতে আমরা সৎকারের কাজ করতে পারি। আমরা চাই, যে গাড়িটি এই দুর্ঘটনা ঘটিয়েছে, সেটিকে তাড়াতাড়ি চিহ্নিত করা হোক।"
নিহত যুবকের পরিবার জানিয়েছে, সম্প্রতি বিয়ে হয়েছিল রাহুলের। শ্রমিকের কাজ করতে তিনি দিল্লি যাচ্ছিলেন। এক আত্মীয় জানান, সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এরপর চলে দীর্ঘ টানোপোড়েন। শেষমেশ রাত ১১টা নাগাদ তাঁর দেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়।
এদিকে এদিন সকালে এরাজ্যেও ঘটে যায় মর্মান্তিক একটি দুর্ঘটনা। এদিন সকাল থেকেই ছিল ঘন কুয়াশা। যার জেরে এমনিতেই ব্যাহত হয় যান চলাচল। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একটি কন্টেনারের পিছনে অ্যাম্বুল্যান্সের ধাক্কার জের মৃত ১ ও আহত ৪ জন। ওড়িশার কটকে রোগী দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। চালকের মৃত্যু, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।