(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi taken Vaccine ‘হয়ে গেল! বুঝতেই পারলাম না’, টিকা নিয়ে বলে ওঠেন মোদি, জানালেন নার্স
পি নিভেদা বলেছেন, ‘স্যার (নরেন্দ্র মোদি) ভারত বায়োটেক কোভ্যাকসিনের টিকা নিয়েছেন। এদিন প্রথম ডোজের ২৮দিন পরে পরের টিকা নেবেন তিনি।’
নয়াদিল্লি: সোমবার সাতসকালে এইমসে গিয়ে করোনার টিকা নিয়েছেন নরেন্দ্র মোদি। টিকা নেওয়ার পর যে কিছুটা অবাকই হয়েছিলেন প্রধানমন্ত্রী, সেটাই জানান নার্স পি নিভেদা। মোদি বলে ওঠেন, ‘হয়েও গেল! বুঝতেই পারলাম না।’
এইমসে কর্মরত পুদুচেরীর নার্স পি নিভেদা নরেন্দ্র মোদিকে করোনার টিকা দিয়েছেন। ভারত বায়োটেক ও আইএমআরের তৈরি কোভ্যাকসিন টিকা নেন মোদি। টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কী ছিল জানতে চাইলে ডিডি নিউজে দেওয়া সাক্ষাৎকারে নিভেদা বলেছেন, ‘স্যার (নরেন্দ্র মোদি) ভারত বায়োটেক কোভ্যাকসিনের টিকা নিয়েছেন। এদিন প্রথম ডোজের ২৮দিন পরে পরের টিকা নেবেন তিনি।’
যার পর পুদুচেরীর নার্স জোড়েন, ব্যক্তিগতস্তরে তাঁর খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। জানতে চান বাড়ি কোথায়, কতদিন কাজ করছি। তারপরই বলে ওঠেন, ‘হয়েও গেল! বুঝতেই পারলাম না।’
সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পর ৩৫ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ৭ টা নাগাদ তাঁর নিবাস ৭ লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদি।
টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি টুইটারে জানান, এদিন এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।
করোনা মোকাবিলায় এদিন থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে। সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন।
প্রথম দফায়, চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে পুলিশকর্মীদের।
(আরও পড়ুন-
কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে হবে চিকিত্সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।
(কারা, কীভাবে পাবেন এই দফায় টিকা, দেখুুন বিস্তারিত-