Chandrababu Naidu tests Covid positive : করোনা আক্রান্ত চন্দ্রবাবু নাইডু
Chandrababu Naidu tests Covid positive : চন্দ্রবাবু নিজেই জানিয়েছেন, "আমি মৃদু উপসর্গ নিয়ে কোভিড আক্রান্ত হয়েছি । নিজের বাড়িতেই আলাদা থাকছি। ''
নয়াদিল্লি : ছেলে নারা লোকেশ (Nara Lokesh) আক্রান্ত হয়েছিলেন আগেই। এবার করোনার থাবা চওড়া হল নাইডু পরিবারে। এবার করোনা আক্রান্ত তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুও। তাঁর মৃদু উপসর্গ রয়েছে।
চন্দ্রবাবু নিজেই জানিয়েছেন, "আমি মৃদু উপসর্গ নিয়ে কোভিড আক্রান্ত হয়েছি । নিজের বাড়িতেই আলাদা থাকছি। প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করেছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের দ্রুত নিজেদের পরীক্ষা করার জন্য অনুরোধ করব। দয়া করে নিরাপদ থাকুন এবং যত্ন নিন, "
I've tested positive for COVID with mild symptoms. I have quarantined myself at home and taking all the necessary precautions.
— N Chandrababu Naidu (@ncbn) January 18, 2022
I would request those who came in contact with me to get themselves tested at the earliest. Please be safe and take care.
মঙ্গলবার , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। একদিনে ২০ হাজারের বেশি কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮৫। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ১৪ দশমিক ৪৩ শতাংশ। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ২৭১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে।
India reports 2,38,018 COVID cases (20,071 less than yesterday), 310 deaths, and 1,57,421 recoveries in the last 24 hours.
— ANI (@ANI) January 18, 2022
Active case: 17,36,628
Daily positivity rate: 14.43%
8,891 total Omicron cases detected so far; an increase of 8.31% since yesterday pic.twitter.com/CaYmWHCPKX