J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি
Jammu and Kashmir Poonch : জানা গিয়েছে, জঙ্গিরাই বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। তারপর শুরু হয় পাল্টা গুলি। এরপরই বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়। শেষ খবর পাওয়া অবধি চলছে গুলির লড়াই।
![J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি Terrorist killed in encounter with security forces in Jammu and Kashmir Poonch J-K encounter : পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক জঙ্গি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/9a8cc8737433815420324a8e09a53152_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : কাশ্মীরের ( Jammu and Kashmir) পুঞ্চে (Poonch) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল এক জঙ্গি ( Terrorist killed ) । সোমবার শ্রীনগরে জঙ্গি হানার কয়েকঘণ্টা পরেই এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, পুঞ্চের সুরানকোট এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে (encounter ) এক জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।
নিরাপত্তা বাহিনী পুঞ্চের সুরানকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। সেখানে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে আগেই খবর ছিল বলে বাহিনী সূত্রে খবর। জানা গিয়েছে, জঙ্গিরাই বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। তারপর শুরু হয় পাল্টা গুলি। এরপরই বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়। শেষ খবর পাওয়া অবধি চলছে গুলির লড়াই।
আরও পড়ুন :
পুঞ্চে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ হারালেন এক জেসিও সহ পাঁচ সেনা জওয়ান
সোমবার (Monday), জম্মু-কাশ্মীরের মাটিতে ফিরে আসে পুলওয়ামার জঙ্গি হামলার স্মৃতি। শ্রীনগরে রাজ্য সশস্ত্র পুলিশের বাসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় একজন ASI-সহ একাধিক পুলিশকর্মীর। জখম হন আরও কয়েকজন।সোমবার শ্রীনগরের জিওয়ানে পুলিশ ট্রেনিং সেন্টারের দিকে যাচ্ছিল রাজ্য সশস্ত্র পুলিশের এই বাসটি। সূত্রের খবর, বাসটিতে সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন। বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় সড়কের কাছেই বাসটির উপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, পুলিশকর্মী বোঝাই বাসের ছাদে উঠে এক জঙ্গি স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে। জঙ্গিরা যেখানে হামলা চালায়, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে বাদামিবাগ আর্মি ক্যান্টনমেন্ট। হামলার খবর পাওয়া মাত্রই, ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘটনাস্থলের কাছেই নিরাপত্তাবাহিনীর একাধিক শিবির-সহ নানা সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা ওই অঞ্চলে কী ভাবে জঙ্গিরা হামলা চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর টাইগার্স নামে এক জঙ্গি সংগঠন। জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও ট্যুইট করেন। শ্রীনগরের জঙ্গি হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন তিনি। এদিকে, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)