Tripura News: হাসপাতালে তৃণমূল নেতার মৃত্যু, দলত্যাগী বিজেপি বিধায়কের সদস্যপদ খারিজ, উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি
Tripura Political News:গতকাল ত্রিপুরার আইনশৃঙ্খলা, বিদ্যুতের মাসুল, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক ইস্যুতে রাজভবন অভিযানে নামে তৃণমূল। প্রয়াত নেতার উদ্দেশ্যে নীরবতা পালন করে শুরু হয় অভিযান।
প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ত্রিপুরায় তৃণমূলে যোগদানকারী আশিস দাসের বিধায়ক পদ খারিজ! গতকাল সুরমার বিধায়কের পদ খারিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ। এই নিয়ে সংঘাতে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। অন্যদিকে, আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে আগরতলায় রাজভবন অভিযানে নামে তৃণমূল। পুলিশ মিছিল আটকানোয় বাধে অশান্তি।
ত্রিপুরায় তৃণমূলের রাজভবন অভিযান ঘিরে তুলকালাম।ত্রিপুরায় বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া আশিস দাসের বিধায়ক পদ খারিজ। অন্যদিকে, কলকাতার হাসপাতালে ত্রিপুরার আহত তৃণমূল নেতার মৃত্যু।এই ৩টি ঘটনাকে ঘিরে সরগরম ত্রিপুরার রাজনীতি। ফের সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি
বুধবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ত্রিপুরার আগরতলার তৃণমূল নেতা মুজিবর ইসলাম মজুমদারের।অভিযোগ, গত ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন মুজিবর। কলকাতায় SSKM-এ তাঁর চিকিৎসা হয়। পরে ছুটি পেয়ে বাড়ি ফিরলেও, ফের অসুস্থ হয়ে পড়েন।ফের তাঁকে SSKM-এ নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি।
ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের অভিযোগ, বিজেপির দুর্বৃত্তদের কারণে মুজিবরকে হারালাম।
এ ব্যাপারে ত্রিপুরা বিজেপির রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম মজুমদার বলেছেন,হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, এর সঙ্গে কোনও বিজেপির যোগসূত্র নেই।
এরইমধ্যে গতকাল ত্রিপুরার আইনশৃঙ্খলা, বিদ্যুতের মাসুল, স্বাস্থ্য পরিষেবা-সহ একাধিক ইস্যুতে রাজভবন অভিযানে নামে তৃণমূল। প্রয়াত নেতার উদ্দেশ্যে নীরবতা পালন করে শুরু হয় অভিযান।আস্তাবল বিবেকানন্দ ময়দান থেকে রাজভবনের দিকে এগোয় তৃণমূলের মিছিল। আগরতলা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তৃণমূলের মিছিল আটকায় পুলিশ। শুরু হয় বচসা। আইন অমান্যের অভিযোগে তৃণমূল নেতা সুবল ভৌমিককে গ্রেফতার করতে যায় পুলিশ। তা নিয়ে ধস্তাধস্তি বেধে যায়।
তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জন্য আন্দোলন করছিলাম, পুলিশ আইন বিরুদ্ধ কাজ করল।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,রাজপথ অবরোধ করে আইন অমান্য করেছেন, তাই গ্রেফতার করা হয়েছে।
এদিকে, বুধবারই ত্রিপুরায় তৃণমূলে যোগদানকারী আশিস দাসের বিধায়ক পদ খারিজ করার কথা ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।গত ৩১ অক্টোবর আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ত্রিপুরার সুরমার বিজেপি বিধায়ক আশিস দাস। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবিতে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানায় বিজেপি। তারই ভিত্তিতে আশিস দাসের বিধায়ক পদ খারিজ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ।
সবমিলিয়ে ত্রিপুরার রাজনীতিতে উথাল-পাথাল চলছেই।