Union Budget 2022-23: ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় বাজেট পেশ
Union Budget 2022-23: গত কয়েক বছর ধরেই ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
নয়াদিল্লি: এবারের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। ৩১ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরের দিন ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সংসদ বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে এক চিঠিতে জানানো হয়েছে, ‘১ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রথমে লোকসভায় ২০২২-২৩ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। এরপর রাজ্যসভায় পেশ করা হবে বাজেট।’
এবারের বাজেট অধিবেশন দু’টি ভাগে হবে। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি এবং চলবে ১১ ফেব্রয়ারি পর্যন্ত। এরপর ফের বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ৮ এপ্রিল। এর মাঝে ১৮ মার্চ হোলি থাকায় সেদিন স্বাভাবিকভাবেই সংসদের অধিবেশন বসবে না।
বাজেট অধিবেশনের আগে সংসদের ৪০০ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ফলে বাজেট অধিবেশনে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সূত্রের খবর, সংসদ বিষয়ক মন্ত্রকের সুপারিশের পর ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশ শুরু করার বিষয়ে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর ভাষণের মধ্যে দিয়েই অধিবেশন শুরু হবে। সেদিনই ইকনমিক সার্ভে পেশ করা হতে পারে।
লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষের সচিবদের বাজেট অধিবেশনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতিতে কীভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে সংসদে বসবেন সাংসদরা, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান।
সূত্রের খবর, সব সাংসদকেই আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং পূর্ণাঙ্গ ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে তবে বাজেট অধিবেশনে যোগ দিতে হবে। ২০২১-এর বাজেট অধিবেশনের মতো এবারও সংসদের দুই কক্ষের সদস্যরা আলাদা বসবেন, না উভয় কক্ষের অধিবেশন আগের মতোই হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।