UP Election 2022 Phase 7 Voting Live : উত্তরপ্রদেশে শেষ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫১ শতাংশ
UP Election 2022 Phase 7 Voting Live: উত্তরপ্রদেশে ৯ জেলার ৫৪টি আসনে ভোট হচ্ছে। মোট ৬১৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটির বেশি ভোটার। চোখ রাখুন সি ভোটার সমীক্ষায়...
LIVE
Background
লখনৌ : উত্তরপ্রদেশে (Uttarpradesh) আজ শেষ ও সপ্তম দফার নির্বাচন। ৯ জেলার ৫৪টি আসনে ভোট হচ্ছে। মোট ৬১৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটির বেশি ভোটার। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী। এই দফায় মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর পাশাপাশি ভোট হচ্ছে জৌনপুর, গাজিপুর, মির্জাপুর, আজমগড়ের মতো আসনে। এর মধ্যে আজমগড় জেলায় ১০টি ও বারাণসীতে ৮টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোটের ফল ঘোষণা ১০ মার্চ।
এর পাশাপাশি আরও চার রাজ্যে ভোট হয়েছে। পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে। এদিকে পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজ ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা শুরু হবে বিকেল চারটেয়। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন, এবার উত্তরপ্রদেশের মানুষ কোন দলকে বেছে নিচ্ছেন।
এবিপি নিউজ চ্যানেলে দেখা যাবে সি ভোটার সমীক্ষা। টিভির পর্দা ছাড়াও এই বুথ ফেরত সমীক্ষা দেখা যাবে এবিপি নিউজের ওয়েবসাইট, ইউটিউব, হটস্টারে। এবিপি নিউজের ওয়েবসাইটের লাইভ টিভি লিঙ্ক হল https://news.abplive.com/live-tv । এবিপি নিউজের ইংরাজি ওয়েবসাইট https://news.abplive.com/, হিন্দি ওয়েবসাইট https://www.abplive.com/ এবং ইউটিউব লিঙ্ক হল https://www.youtube.com/user/abpnewstv।
এবিপি নিউজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতেও সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এবিপি নিউজের ইংরাজি ওয়েবসাইটের ফেসবুক পেজের লিঙ্ক হল facebook.com/abplive। এবিপি নিউজের হিন্দি ওয়েবসাইটের ফেসবুক পেজের লিঙ্ক হল facebook.com/abpnews। এবিপি নিউজের ট্যুইটার পেজের লিঙ্ক হল twitter.com/abpnews। এবিপি নিউজের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক হল https://www.instagram.com/abpnewstv/।
উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোটে সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বিরুদ্ধে প্রার্থী ভিম আর্মির চন্দ্রশেখর আজাদ। এছাড়াও এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ছিলেন কংগ্রেসের অজয় কুমার লালু এবং সমাজবাদী পার্টির স্বামীপ্রসাদ মৌর্য। যোগীর মন্ত্রিসভা ছেড়ে যিনি যোগ দেন অখিলেশের দলে।
UP Election 2022 Phase 7 Voting Live: মির্জাপুরে ৫টি আসনেই জিতবে এনডিএ, দাবি অনুপ্রিয়ার
মির্জাপুরে ৫টি আসনেই জিতবে এনডিএ। দাবি আপনা দল (সোনেলাল)-এর জাতীয় সভাপতি ও কেন্দ্রীয়মন্ত্রী অনুপ্রিয়া পটেল।
UP Assembly Poll 2022 : উত্তরপ্রদেশে শেষ দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫১ শতাংশ
উত্তরপ্রদেশে শেষ ও সপ্তম দফার নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৩৫.৫১ শতাংশ।
UP Election 2022 Phase 7 Voting Live: আজ ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষার ফল
এদিকে পাঁচ রাজ্যের ভোটের ফল নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজ ভোট শেষ হওয়ার পর জানা যাবে বুথ ফেরত সমীক্ষার ফল। এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা শুরু হবে বিকেল চারটেয়। বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন, এবার উত্তরপ্রদেশের মানুষ কোন দলকে বেছে নিচ্ছেন।
UP Assembly Poll 2022 : ভোট দানে উৎসাহ বয়স্কদের মধ্যে, স্ত্রীকে ভ্যানে চাপিয়ে বুথে বৃদ্ধ
ভোট দানে উৎসাহ বয়স্কদের মধ্যে। স্ত্রীকে ভ্যানে চাপিয়ে বুথে পৌঁছলেন বৃদ্ধ। সঙ্গে নিয়ে গেলেন বিশেষভাবে সক্ষম মহিলাকেও।
[tw]https://twitter.com/ANINewsUP/status/1500710634840752129[/tw]
UP Election 2022 Phase 7 Voting Live: বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ২১.৫৫ শতাংশ
উত্তরপ্রদেশে কড়া নিরাপত্তায় শেষ ও সপ্তম দফার নির্বাচন চলছে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ২১.৫৫ শতাংশ।