UP Election 2022: মনোনয়ন পেশ যোগী আদিত্যনাথের, দেড় কোটি টাকার বেশি সম্পত্তির ঘোষণা
UP Election 2022: তবে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা, তা হলফনামায় উল্লেখ করা হয়নি। পাঁচ বারের প্রাক্তন লোকসভা সাংসদ যোগী আদিত্যনাথ এই প্রথম কোনও বিধানসভা আসনে লড়াই করছেন।
লখনউ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ গোরক্ষপুর শহর আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মনোনয়ন পেশের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী হলফনামায় যোগী আদিত্যনাথ জানিয়েছেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় দেড় কোটি টাকার বেশি। তবে তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে কিনা, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।
পাঁচ বারের প্রাক্তন লোকসভা সাংসদ যোগী আদিত্যনাথ এই প্রথম কোনও বিধানসভা আসনে লড়াই করছেন। এর আগে বিধান পরিষদের সদস্য হিসেব মুখ্যমন্ত্রী পদে ছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব প্রায়ই অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ নিজের বিরুদ্ধে দায়ের সমস্ত ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিয়েছেন। যদিও যোগী বারেবারেই স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকার কথা অস্বীকার করেছেন। তিনি এর আগেও জানিয়েন, তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন যে, আমি আমার বিরুদ্ধে দায়ের কোনও মামলা প্রত্যাহার করিনি। মুলায়ম সিংহ সরকারের আমলে ওই সব মামলা প্রত্যাহার করা হয়েছিল।
হলফনামা অনুসারে যোগী আদিত্যনাথের মোট সম্পত্তির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ টাকা। নগদ রয়েছে ১ লক্ষ টাকা। তাঁর কাছে কৃষি যোগ্য বা অন্য কোনও জমি নেই। তাঁর রয়েছে ১০ গ্রাম করে কানের দুটি কুণ্ডল। ১০ গ্রাম সোনার রুদ্রাক্ষের মালা। এছাড়াও একটি রিভালভার ও একটি রাইফেল রয়েছে। ২০১৭-র হলফনামায় যোগী আদিত্যনাথ তাঁর বিরুদ্ধে চারটি মামলা থাকার কথা জানিয়েছিলেন। এবারের হলফনামায় মামলার কোনও উল্লেখ নেই।
অন্যদিকে, গত সোমবার অখিলেশ যাদব মনোনয়ন পেশ করেছিলেন। মৈনপুরীর করতাল আসন থেকে মনোনয়ন পেশ করেছেন তিনি। হলফনামায় অখিলেশ তাঁৎ ১৭.২২ কোটি টাকা মূল্যের সম্পত্তি থাকার কথা জানিয়েছেন।