UP Election 2022: একে শর্মা হতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী! প্রাক্তন বিজেপি সাংসদের চমকপ্রদ মন্তব্য
UP Election 2022: উল্লেখ্য, একে শর্মাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। হরিনায়ারণ রাজভর ২০১৪-তে মউয়ের ঘোসি আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন।
UP Assembly Election: আর দু-একদিনের মধ্যেই উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে চমকপ্রদ মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ হরিনারায়ণ রাজভর। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি তথা প্রাক্তন আইপিএস অফিসার অরবিন্দ কুমার শর্মা (Arvind Kumar Sharma)আগামী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন। উল্লেখ্য, একে শর্মাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। হরিনায়ারণ রাজভর ২০১৪-তে মউয়ের ঘোসি আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তাঁর মন্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে প্রাক্তন বিজেপি সাংসদের পাশে একে শর্মাকে দেখা গিয়েছে।
হরিনারায়ণ রাজভর যখন এই মন্তব্য করেন, তখন একে শর্মা কিছুই বলেননি। এই ভিডিওটি করা হয়েছে গত ৪ জানুয়ারি মউতে। ভিডিওতে হরিনারায়ণ বলেন, আগামী সময়ে একে শর্মা মুখ্যমন্ত্রী হতে পারেন। তিনি একে শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। মঞ্চে হরিনারায়ণ বলেন, আমাদের রাজ্যে একে শর্মা মুখ্যমন্ত্রী হতে পারেন। আমি তাঁর জন্য কাজ করব। রাজ্যের জন্য কাজ করব। এর সংকল্প গ্রহণ করছি।
একে শর্মা কে?
একে শর্মা ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার। ভিআরএস নেওযার পর তিনি গত বছরের ১৪ জানুয়ারি বিজেপিতে যোগ দিয়েছিলেন। নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে একে শর্মার। তিনি ছিলেন নরেন্দ্র মোদির সেক্রেটারি। ২০১৪-তে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন একে শর্মা প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) তে যুগ্ম সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।
১৯৬২-তে উত্তরপ্রদেশে মউতে জন্ম হয়েছিল একে শর্মার। নিজের জেলাতেই তাঁর প্রাথমিক পড়াশোনা। এরপর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮৮-তে সিভিল সার্ভিসেসে যোগ দেওযার আগে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেন। গুজরাত ক্যাডারের আইএএস একে শর্মার প্রথম পোস্টিং হয় সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে। ২০১১-তে গুজরাতের মুখ্যমন্ত্রীর দফতরে সেক্রেটারি হিসেবে যোগ দিয়েছিলেন।