Vice-Presidential Poll : আজ ভোট, উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে ধনকড়
তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত ধনকড়কেই সাহায্য করবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
নয়াদিল্লি : আজ উপ রাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে NDA-র প্রার্থী, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় ( Jagdeep Dhankhar )। বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আলভা ( Margaret Alva ) । যিনি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ ছিলেন।
দৌড়ে এগিয়ে এনডিএ-র প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়
ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালে ধনকড় রাজ্যপালের পদে শপথ নেওয়ার পর থেকে পরবর্তী তিন বছর তাঁর সঙ্গে তৃণমূল কিংবা রাজ্য সরকারের নজিরবিহীন সংঘাত হয়েছে । একে অপরের সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তারপরও তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত ধনকড়কেই সাহায্য করবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। উপ রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা। সিপিএমের দাবি, বিজেপিকে খুশি রাখতেই এই পথে হেঁটেছে তৃণমূল। যদিও, এই অভিযোগ মানতে চাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেওয়া হয়েছে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে। ' গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন ', প্রতিক্রিয়া শিশির অধিকারীর।
এক নজরে উপরাষ্ট্রপতি নির্বাচন
- সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ ।
- উপ রাষ্ট্রপতি পদের জন্য মোট ভোট ৭৮৮ ।
- এর মধ্যে NDA-র হাতে রয়েছে ৪৪০-টিরও বেশি ভোট ।
- উপ রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট।
- ১১ অগাস্ট শপথ নেবেন নতুন উপ রাষ্ট্রপতি ।
আরও পড়ুন :উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত তৃণমূল, সম্ভাবনার কথা প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ