Fact Check: নতুন করে ভয় ধরাচ্ছে করোনা, ভুয়ো তথ্যের বন্যা হোয়াটসঅ্যাপে, ধরিয়ে দিল সরকার
Union Health Ministry:পড়শি দেশে করোনার বাড়বাড়ন্তে আতঙ্কের ছায়া নেমে এসেছে ভারতেও। বৃহস্পতিবার সংসদেও তা নিয়ে একদফা আলোচনা হয়েছে।
নয়াদিল্লি: নতুন করে ভয় ধরাচ্ছে নোভেল করোনাভাইরাস (Novel Coronavirus)। চরিত্র বদল করে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। চিনে তার দাপটেই এখন ত্রাহি ত্রাহি রব। সেই আবহে নানা তথ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে (Fake News)। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সঠিক তথ্যের চেয়ে, ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। তাতে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে (Fact Check)। ধন্দে পড়ছেন সাধারণ মানুষ। তেমনই ভুয়ো খবরের পর্দাফাঁস করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union Health Ministry)।
নানা তথ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে
পড়শি দেশে করোনার বাড়বাড়ন্তে আতঙ্কের ছায়া নেমে এসেছে ভারতেও। বৃহস্পতিবার সংসদেও তা নিয়ে একদফা আলোচনা হয়েছে। বিকেলে মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে মাস্ক ফের বাধ্যতামূলক ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে।
সেই আবহেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো খবরের বন্যা বইছে। কোভিডের ওমিক্রন-বংশোদ্ভূত XBB রূপের প্রকোপ নেমে এসেছে বলে দাবি করা হয় তার মধ্যে একটিতে। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে মূলত খবর ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে, ডেল্টার চেয়েও পাঁচ গুণ বেশি ভয়ঙ্কর XBB। সরাসরি ফুসফুসে আঘাত হানে। তেমন কোনও উপসর্গ নেই। নমুনা পরীক্ষায় সাধারণত রিপোর্ট নেগেটিভ আসে। তাই গোষ্ঠী সংক্রমণের ঝুঁকি বেশি।
#FakeNews
— Ministry of Health (@MoHFW_INDIA) December 22, 2022
This message is circulating in some Whatsapp groups regarding XBB variant of #COVID19.
The message is #FAKE and #MISLEADING. pic.twitter.com/LAgnaZjCCi
সংক্রমণ থেকে বাঁচতে ভিড় জায়গা এড়িয়ে চলা, খোলা জায়গাতেও দেড় মিটার করে পারস্পরিক দূরত্ব বজায় রাখা, দ্বিস্তরীয় মাস্কে মুখ ঢাকা, ঘন ঘন হাত ধোওয়া, গা ঘেঁষে হাঁচি-কাশি এড়ানোর কথাও বলা হয় হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া ওই মেসেজে। সকলের মধ্যে এই তথ্য ছড়িয়ে দিতেও বলা হয়।
ভুয়ো খবরের পর্দাফাঁস করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
বৃহস্পতি বার সরকারে ভাবে ওই মেসেজকে ভুয়ো বলে দাগিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারি ট্যুইটার হ্য়ান্ডলে ভুয়ো মেসেজটির স্ক্রিনশট পোস্ট করা হয়। জানানো হয়, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে করোনার XBB রূপ নিয়ে যে খবর ছড়িয়েছে, তা ভুয়ো। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )