![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Wrestler Khali Joins BJP: বিজেপিতে যোগ দিলেন গ্রেট খালি, বললেন, মোদি দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী
Wrestler Khali Joins BJP:প্রাক্তন কুস্তিগীর গ্রেট খালি এবার রাজনীতির ময়দানে। বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করলেন গ্রেট খালি।
![Wrestler Khali Joins BJP: বিজেপিতে যোগ দিলেন গ্রেট খালি, বললেন, মোদি দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী Wrestler The Great Khali Joins Bharatiya Janata Party in Delhi Dalip Singh Rana joins BJP Wrestler Khali Joins BJP: বিজেপিতে যোগ দিলেন গ্রেট খালি, বললেন, মোদি দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/10/469a5af10758ba109f1daec94a4b9e1a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
The Great Khali Joins BJP: প্রাক্তন কুস্তিগীর গ্রেট খালি এবার রাজনীতির ময়দানে। বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহর উপস্থিতিতে দিল্লিতে গেরুয়া শিবিরে যোগদান করলেন গ্রেট খালি। জিতেন্দ্র সিংহ তাঁকে বিজেপির সদস্যতা দিয়েছেন। গ্রেট খালি আদতে হিমাচলের বাসিন্দা। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মোদির বলিষ্ঠ নেতৃত্ব দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। মোদিই দেশের উপযুক্ত প্রধানমন্ত্রী।
দ্য গ্রেট খালির প্রকৃত নাম দলীপ সিংহ রানা। তিনি বলেছেন, বিজেপিতে সামিল হতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। টাকা পয়সা রোজগারের ইচ্ছে থাকলে আমেরিকায় থাকতে পারতাম। কিন্তু আমি দেশে ফিরেছি। কারণ, আমি এই দেশকে ভালোবাসি। আমি দেখেছি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে রয়েছেন। দেশ উপযুক্ত প্রধানমন্ত্রী পেয়েছে। আমার মনে হয়, দেশে থেকে, সাধারণ মানুষের সঙ্গে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারব।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা জিতেন্দ্র সিংহ বলেছেন, দ্য গ্রেট খালি আমাদের দলে যোগ দেওয়ায় তা তরুণদের সঙ্গে দেশের অন্যান্য মানুষের কাছেও প্রেরণা হয়ে উঠবে। তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সন্দীপ সিংহও।
অন্যদিকে, দ্য গ্রেট খালির বিজেপিতে সামিল হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক মনু সিংভিও। তিনি কটাক্ষ করে বলেছেন, দ্য গ্রেট খালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বিজেপি যোগদানের কথা জানতে পেরেছি। এটা দেখে ভালো লাগছে। তাঁর অনুরাগীদের মনে হয় যে, তিনি অসম্ভব সব কাজ অনায়াসে করে ফেলতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর এক্ষেত্রে বেশ মিল রয়েছে।
উল্লেখ্য, খালির উচ্চতা সাত ফুট। তিনি ডব্লুডব্লুই-র সঙ্গে সিনেমাতেও কাজ করেছেন। টেলিভিশন শো বিগ বস-এও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। ডব্লুডব্লুই-তে যাওয়ার আগে তিনি পঞ্জাব পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। চাকরি ছেড়ে ডব্লুডব্লুই-তে যোগ দিয়েছিলেন। এখন তাঁর বয়স ৪৯। দ্য গ্রেট খালি প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন। আমেরিকায় ২০২১-এ ডব্লুডব্লুই হল অফ ফেম ক্লাসে তাঁকে সামিল করা হয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)