India Pakistan Tension: ভারতের স্ট্রাইকে গুঁড়িয়ে গেল পাকিস্তানের পরপর ৯টি এয়ারবেস! খানখান অত্যাধুনিক পরিকাঠামো
India Pakistan War Like Situation: ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, সবকটি পাক এয়ারবেসেই ছিল অস্ত্রের ভাণ্ডার।

কলকাতা: এবার যেন আরও ভয়ঙ্কর 'অপারেশন সিঁদুর'। মঙ্গলবার রাতের পর ফের একবার। পাক অধিকৃত কাশ্মীরে নিমেশের মধ্যে আরও জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। এবার সরাসরি পাকিস্তানের সেনা ঘাঁটিতে আঘাত হানল ভারত। পাক এয়ার ফোর্সের একের পর এক গুরুত্বপূর্ণ ঘাঁটিতে যুদ্ধবিমান থেকে ছোড়া অস্ত্র দিয়ে প্রত্যাঘাত করল ভারতীয় বায়ুসেনা।
ভারতের স্ট্রাইকে গুঁড়িয়ে গেল পাকিস্তানের পরপর ৯টি এয়ারবেস। রফিকি, মুরিদ, চাকলালা, সুক্কুর, ছুনিয়ান, রহিম ইয়ার খান, পাসরুর, শিয়ালকোট, পাকিস্তানের ভোলারী এয়ারবেসেও ভারতের প্রত্যাঘাত। সূত্রের খবর, ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া অস্ত্রে খানখান পাকিস্তানের ৯ এয়ারবেস। সিন্ধের জামশোরোর ভোলারী এয়ারবেসে ভারত স্ট্রাইক করে। নিরীহ ভারতীয়দের উপর হামলার জবাব, টার্গেট করা হয় পাক এয়ারবেস। পাকিস্তানের ভোলারী এয়ারবেসে বড় বিস্ফোরণ হয়। প্রসঙ্গত, ভোলারী পাকিস্তানের অত্যাধুনিক প্রধান এয়ারবেস-গুলির অন্যতম।
ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, সবকটি পাক এয়ারবেসেই ছিল অস্ত্রের ভাণ্ডার। জানা গিয়েছে, ভারতের প্রত্যাঘাততে পাক এয়ারবেসে প্রযুক্তিগত পরিকাঠামো ধ্বংস হয়েছে। রেডার সাইট, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সাইটের মতো পরিকাঠামো ধ্বংস করা হয় জানান হয়েছে এমনটাই।
এর পাশাপাশি জঙ্গি হামলাকে এবার যুদ্ধ হিসাবে দেখবে ভারত, এমনটাই জানান হয়। পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের হুঙ্কার ভারতের। 'যে কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে। পাকিস্তানকে সবক শেখানোর কড়া বার্তা ভারতের', খবর সূত্রের। ৩ বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রধানমন্ত্রী। NSA অজিত ডোভাল, CDS অনিল চৌহানের সঙ্গে বৈঠক।
এর পাশাপাশি ৭ মে অপারেশন সিঁদুরে মৃত্যু বহু জঙ্গির। নিহত লস্কর জঙ্গি মুদাস্সার খাদিয়ান খাস। মার্কাজ তৈবা, মুরিদকের দায়িত্বে ছিল মুদাস্সার খাদিয়ান। পাকিস্তান সেনার তরফে মুদাস্সারকে শেষকৃত্যে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মারিয়ম নাওয়াজের তরফে ফুল দিয়ে শেষশ্রদ্ধা। হাফিজ আব্দুল রউফের প্রতিষ্ঠিত স্কুলে মুদাস্সার খাদিয়ানের শান্তি কামনায় প্রার্থনা। প্রার্থনায় অংশ নেন পাক-সেনার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল।






















