Centre on Airfares : 'ঝোপ বুঝে কোপ' ঠেকাতে বিমানের টিকিট মূল্যে রাশ, কত দূরত্বের জন্য কত ভাড়া নেওয়ার নির্দেশ কেন্দ্রের ?
IndiGo Crisis : পরিস্থিতির সুযোগ নিয়ে ঝোপ বুঝে কোপ মারে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। টিকিটের দাম বাড়তে থাকে হু হু করে।

নয়াদিল্লি : এবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। সকল বিমান সংস্থাকে নতুন নির্ধারিত ভাড়ার সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হল। ডমেস্টিক রুটে সংক্ষিপ্ততম দূরত্বের জন্য ৭৫০০ টাকা থেকে শুরু করে দীর্ঘতম রুটের জন্য ১৮,০০০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। ইন্ডিগোর চলতে থাকা সঙ্কটের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতির মধ্যে টিকিটের দাম চোখে জল এনে দেওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে এগিয়ে আসে কেন্দ্র। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সতর্ক করে দিয়ে বলে যে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জরুরি নির্দেশিকা জারি করে দেশজুড়ে অভ্যন্তরীণ বিমান পরিষেবায় ইকোনমি-ক্লাস ভাড়ার উপর সীমা নির্ধারণ করে দেওয়া হল। সেই অনুযায়ী, ৫০০ কিলোমিটার পর্যন্ত টিকিটের মূল্য পড়বে সাড়ে ৭ হাজার টাকা। ৫০০-১০০০ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া পড়বে ১২ হাজার টাকা, ১০০০ থেকে ১৫০০ কিলোমিটারের জন্য ১৫ হাজার টাকা এবং ১৫০০ কিলোমিটারের বেশি হলে ১৮ হাজার ভাড়া রাখতে বলা হয়েছে। এই ভাড়ার সীমা UDF, PSF এবং কর বাদ দিয়ে। বিজনেস-ক্লাসের ভাড়া এবং RCS-UDAN ফ্লাইটগুলিতে ছাড় দেওয়া হয়েছে।
বুধবার থেকে চরম দুর্ভোগের মধ্যে ইন্ডিগোর যাত্রীরা। গত কয়েক দিন ধরে বাতিল করা হয়েছে অসংখ্য বিমান। বিলম্বিত বহু। কী কারণে বিভ্রাট, তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এই প্রেক্ষাপটে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে ইন্ডিগোর তরফে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে এক সপ্তাহের বেশি লেগে যেতে পারে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্য়ে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তদন্তের জন্য় DGCA-র তরফে কমিটি তৈরি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ইন্ডিগোর তরফে এমন সঙ্কট তৈরি করা হয়েছে। একদিকে ইন্ডিগোর বিমানের পর বিমান বাতিল। অন্যদিকে, ঘোলা জলে মাছ ধরতে অন্য উড়ান সংস্থাগুলির টিকিটের আগুন দাম। জাঁতাকলে পড়ে দেশজুড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। চাপের মুখে পরিষেবা স্বাভাবিক করতে পাইলট ও বিমানচালকদের ছুটি ও সাপ্তাহিক বিশ্রাম নিয়ে দেওয়া নির্দেশ প্রত্যাহার করে DGCA।
পরিস্থিতির সুযোগ নিয়ে ঝোপ বুঝে কোপ মারে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। টিকিটের দাম বাড়তে থাকে হু হু করে। কলকাতা থেকে ভুবনেশ্বর বিমান ভাড়া দাঁড়ায় ৩৬ থেকে ৪০ হাজার টাকা। কলকাতা থেকে দিল্লি ৩৬ হাজার, কলকাতা থেকে চেন্নাই ৩৫ হাজার টাকা, কলকাতা মুম্বই ৩০ হাজার, কলকাতা-হায়দরাবাদ উড়ানের ভাড়া দাঁড়ায় ৩০ হাজার টাকা। বিমান বাতিলের চরম দুর্ভোগের মধ্যে নতুন করে টিকিট কাটতে গিয়েও হয়রান হতে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র।






















