IndiGo Flight Emergency Landing: মাঝ আকাশে পাখির গুঁতোয় বেসামাল, ১৭৫ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
Bird Strikes IndiGo Flight: কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট।

পটনা: মাঝ আকাশে পাখির গুঁতোয় কাহিল। জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। ১৬৯ জন যাত্রী এবং ছ'জন বিমানকর্মী নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। পাখির গুঁতো খেয়ে জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হল। যাত্রীরা সকলে নিরাপদ আছেন বলে জানা যাচ্ছে। বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে উড়ানের কিছু ক্ষণ পরই আকাশে একটি পাখি বিমানটির দিকে ধেয়ে আসে। কোনও রকম ঝুঁকি না নিয়ে জরুরি অবতরণ করেন পাইলট। (IndiGo Flight Emergency Landing)
বুধবার সকালে বিহারের পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল ইন্ডিগোর 6E 5009 বিমানটি। মোট ১৭৫ জন সওয়ার ছিলেন বিমানে। পটনাথেকে বিমানটি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশে। সেই মতো সকাল ৮টা বেজে ৪২ বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। আকাশে ওড়ার কিছু মুহূর্তের মধ্যেই একটি পাখি ধাক্কা মারে বিমানটিতে। সময় নষ্ট না করে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। (Bird Strikes IndiGo Flight)
ইন্ডিগোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। বিমানটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপাতত সেটি উড়বে না। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পটনা বিমানবন্দরের কাছে ফুলওয়ারিশরিফে একটি কসাইখানা রয়েছে। সেখানে পাখিদের উপদ্রব একটু বেশি। তার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে। বিমানবন্দরের তরফে বার বার এ নিয়ে আবেদনও জানানো হয় সরকারের কাছে। কিন্তু সুরাহা হয়নি।
দেশের যে ১১টি বিমানবন্দর 'ক্রিটিক্যাল' হিসেবে চিহ্নিত, পটনা বিমানবন্দর তার মধ্যে অন্যতম। একাধিক বাধা-বিপত্তির মধ্যে সেখানে উড়ান পরিষেবা চালু রয়েছে। বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্যও বেশ কম। বিহার সরকারের তরফেও কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল। বিশেষজ্ঞদের টিম পাঠিয়ে পরিস্থিতি তদারকির আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। বিহারের মুখ্যসচিব অমৃতলাল মীনা সেই নিয়ে জুন মাসেই চিঠি লেখেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। কোনও টিম এসে পৌঁছয়নি সেখানে।
এদিনের ঘটনার পর পটনা বিমানবন্দরের তরফে বলা হয়, ‘IGO5009 পটনা দিল্লি বিমানটিতে পাখি ধাক্কা মারে। তদারকির সময় মৃত পাখিটির দেহাংশ পাওয়া গিয়েছে রানওয়ের উপর। ইঞ্জিনে ভাইব্রেশন শুরু হলে অবতরণের অনুমতি চান পাইলট। ৯টা বেজে ৩ মিনিটে, ৭ নম্বর রানওয়েতে অবতরণ করে বিমানটি। যাত্রীরা সবাই নিরাপদ আছেন’। সকাল ১০টা বেজে ১৫ মিনিটে দিল্লি পৌঁছনোর কথা ছিল বিমানটির। কিন্তু পাখির গুঁতোয় মুখ ঘুরিয়ে পটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ করে।






















