মাত্র ১৬ বছরেই জীবনদীপ নিভে গেল ফ্রান্সের জুলির, করোনার সর্বকনিষ্ঠ শিকার?
করোনা ভাইরাসে মৃত্যু হল ফ্রান্সের ১৬ বছরের জুলির।
প্যারিস: করোনা ভাইরাসে মৃত্যু হল ফ্রান্সের ১৬ বছরের জুলির। এক সপ্তাহ আগে ‘সামান্য কাশি’ নিয়ে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিল এই কিশোরী। বুধবার প্রবল শ্বাসকষ্টে হাসপাতালেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, ফুসফুস অকেজ হওয়াতেই মৃত্যু হয় জুলির।
দেখুন: বাবা, মিস করছি না তোমাকে, প্রধানমন্ত্রী শেয়ার করলেন ছোট্ট করোনা-যোদ্ধার ভিডিও
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জুলিই ইউরোপের সবথেকে কমবয়সী করোনা আক্রান্ত, যার মৃত্যু হল। বোনের মৃত্যুর পর জুলির দিদি ম্যানন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বোনের কাশির উপসর্গ দেখে তাঁরা প্রথমে পারিবারিক চিকিৎসকের সঙ্গে আলাপ করেন। প্রাথমিক চিকিৎসা চললেও জুলির অবস্থা গুরুতর হওয়ায় সোমবার তাকে প্যারিসের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানায় জুলির শ্বাসকষ্ট হচ্ছে। যদিও অতীতে তার এমন কোনও সনস্যা দেখা দেয়নি। এরপরই ম্যানন নিজে সংবাদমাধ্যমকে ডেকে তাঁর বোনের ছবি প্রকাশের অনুরোধ করেন। ম্যানন জানিয়েছেন, শুধু প্রবীণদের মধ্যেই করোনার প্রকোপ দেখা দিচ্ছে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে নাগরিককে সচেতন করতেই তিনি বোনের ছবি সহ খবর প্রকাশে আগ্রহী ছিলেন। ফরাসি সংবাদমাধ্যমে সেই ছবি ও খবর ছাপাও হয়।
(করোনায় মৃত্যু ১৬ বছরের জুলির)
আগামী সোমবার জুলির সৎকার হবে। তবে স্রেফ ১০ জনই ষোড়শীর অন্তিমযাত্রায় থাকবেন বলে জানিয়েছে তার পরিবার।
পড়ুন: বান্ধবীর সঙ্গে দেখা করতে কোয়ারান্টিন থেকে পালাল দুবাই-ফেরত যুবক, পরে আটক
প্রসঙ্গত, কোভিড-১৯-এ এখনও পর্যন্ত ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫। করোনা ভাইরাসে সেদেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জন মানুষের।