এক্সপ্লোর
Advertisement
Jawad Ahmad Kisana Song: গান লিখে ভারতের বিক্ষুব্ধ চাষীদের উৎসর্গ করলেন পাকিস্তানের এই গায়ক
গানে আরও বলা হয়েছে, কৃষকরাই বিচারক ও পুলিশ অফিসারদের মুখে খাবার তুলে দেন, তাঁদের ক্ষমতা সকলের থেকে বেশি। বাকি সকলে তাঁদের দাস ছাড়া কিছু নয়।
ইসলামাবাদ: ভারতের কৃষি আইন নিয়ে ক্ষুব্ধ কৃষকদের সমর্থনে এবার এগিয়ে এল পাকিস্তান। সেখানকার এক গায়ক কৃষক আন্দোলনের সমর্থনে আস্ত একটা গান লিখে ফেলেছেন। দিল্লি সীমানায় আন্দোলনরত কৃষকদের তিনি উৎসর্গ করেছেন গানটি।
এর আগে স্বরা ভাস্কর, দলজিৎ দোসাঞ্জের মত সেলিব্রিটি কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। এবার এই আন্দোলনের সমর্থন এল পাকিস্তান থেকে। জওয়াদ আহমেদ নামে এক পাক সঙ্গীতশিল্পী কৃষকদের উদ্দেশে গান লিখেছেন, নাম দিয়েছেন, কিষাণা। গত ডিসেম্বরে তা মুক্তি পেয়ে গিয়েছে। ইউটিউবে ২২,০০০-এর বেশি বার দেখা হয়েছে গানটি।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় জওয়াদ আহমেদ বলেছেন, পাকিস্তানের পরিস্থিতিও খুব খারাপ, কৃষকদের অধিকার রক্ষার পক্ষে এমন আন্দোলন গোটা বিশ্বে হওয়া দরকার। ভারতের কৃষক আন্দোলন গোটা বিশ্বের কৃষকদের সমর্থন পেয়েছে দেখে তিনি এই ভিডিওটি তৈরি করেছেন। গানের লিরিকে রয়েছে, উঠ উটানা নু কিষাণা হুন তু জিনা আয়, পোলিয়া তু জাগ দা অন্নদাতা তেরি সোহনি ধর্তি মাতা তু জাগ দা তু জাগ দা পালান হার হুন তু জিনা আয়। এর অর্থ, কৃষকরা গোটা বিশ্বের মানুষের অন্ন জোগান, এবার তাঁদের উঠে দাঁড়ানোর সময়।
গানে আরও বলা হয়েছে, কৃষকরাই বিচারক ও পুলিশ অফিসারদের মুখে খাবার তুলে দেন, তাঁদের ক্ষমতা সকলের থেকে বেশি। বাকি সকলে তাঁদের দাস ছাড়া কিছু নয়।
জওয়াদ আহমেদের বক্তব্য, তাঁর এই গান কৃষক বিপ্লবের কথা বলেছে। ভারতের আন্দোলনরত কৃষকরা এতে অনুপ্রেরণা পাবেন, নিজেদের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হবেন তাঁরা। আন্তর্জাতিক কৃষক আন্দোলনের উদ্দেশেও গানটি উৎসর্গ করেছেন তিনি।
ভারতে মাসাধিক কাল ধরে চলছে তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলন। কেন্দ্রের সঙ্গে বিক্ষুব্ধ কৃষকদের বেশ কয়েক রাউন্ড আলোচনা হয়েছে কিন্তু তা ফলপ্রসূ হয়নি। শেষমেষ সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার এই তিন আইনের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছে, আদালত গঠিত কমিটির কাছে এসে দুপক্ষকে নিজেদের অবস্থান তুলে ধরার কথা বলেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement