এক্সপ্লোর
Advertisement
শার্লি এবদোয় ফের প্রকাশিত মহম্মদের কার্টুন, পাকিস্তানে বিক্ষোভ
শার্লি এবদোর দফতরে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়।
করাচি: ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের কার্টুন ফের ছাপিয়েছে ফরাসি পত্রিকা শার্লি এবদো। আর তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ২০১৫ সালে ওই কার্টুন প্রকাশিত হওয়ার পর শার্লি এবদোর দফতরে যে হামলা হয়, সেই ব্যাপারে ফরাসি আদালতে শুনানির সময়েই ওই দিনটিকে মনে রেখে দ্বিতীয়বার কার্টুনটি প্রকাশ করেছে এই পত্রিকা। আর তা নিয়েই তুমুল শোরগোল বেঁধে গিয়েছে। পাকিস্তানের নানা প্রান্তে ফ্রান্সের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন অসংখ্য মানুষ। কট্টর মুসলিম সংগঠন তেহরক-ই-লাইবাক পাকিস্তানের তরফে বিরাট প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছে। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, লাহৌরের মতো বড় শহরগুলির অনেক জায়গা প্রায় অচল করে দিয়েছেন প্রতিবাদীরা। ফরাসি পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়েছে।
সম্প্রতি ফরাসি পত্রিকা শার্লি এবদোর সম্পাদক লিখেছেন, ‘২০০৫ সালে ডেনমার্কের পত্রিকা জিলান্ড পোস্টেনে প্রথম ওই কার্টুন ছাপা হয়। শার্লি এবদো পরবর্তীকালে তা নতুন করে ছাপায়। তারপরেই হামলার ঘটনা ঘটে। এরপর নানা সময়ে বহু মানুষ ওই কার্টুন আবার প্রকাশ করার অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা রাজি হইনি। একটি বিশেষ দিনের অপেক্ষায় ছিলাম আমরা। গত বুধবার শার্লি এবদোর দফতরে গুলি চালানো সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। সে জন্যই এই দিনটিকে ওই কার্টুন নতুন করে ছাপানোর দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।’
শার্লি এবদোর দফতরে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ফ্রান্সের বিখ্যাত কার্টুনিস্টরা ছিলেন। এই ঘটনায় ১২ জন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। এঁরা সকলেই বন্দুকধারীদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। আদালতে এই ঘটনার বিচার শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement