Israel-Palestine War LIVE: ইজরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের
Israel-Palestine Conflict: ইসরায়েলের দাবি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুঁড়েছে হামাস। ইসরায়েলে রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানও ঘোষণা করেছে হামাস।
LIVE
![Israel-Palestine War LIVE: ইজরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের Israel-Palestine War LIVE: ইজরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/f839abdb16cd81da4b632fbd79df0d781696729152776223_original.jpg)
Background
নয়া দিল্লি: প্যালেস্টাইনের (Palestine) জঙ্গি গোষ্ঠী হামাস গাজা থেকে ইজরায়েলকে (Israel) লক্ষ্য করে ২০ মিনিটে পর পর রকেট (Rocket) হামলায় যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। হামাস বাহিনীর হামলাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। গাজা (Gaza) ভূখণ্ড নিয়ে ফের দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে।
ইসরায়েলের দাবি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেটের ব্যারেজ ছুঁড়েছে হামাস। ইসরায়েলে রকেট হামলার পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানও ঘোষণা করেছে হামাস। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রধান মহম্মদ দেইফ এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের অভিযান ঘোষণা করছি।
এরপরই দেশজুড়ে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইজরায়েল। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। আরও জানানো হয়েছে, এই যুদ্ধে জয়ী হবে ইজরায়েলই।
Israel-Palestine War Live Updates: হামাস জঙ্গিগোষ্ঠীর হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে নেপাল সরকার
ইজরায়েল ও প্যালেস্তাইনের রক্তক্ষয়ী সংঘর্ষে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জল-স্থল-আকাশ, তিনদিক থেকে ইজরায়েলের ওপর হামলা প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের। তেল আভিভে মুহুর্মুহু রকেট, মর্টার, বোমা, নৃশংস ধ্বংসলীলা। ছশো পেরলো নিহতের সংখ্যা। পাল্টা হামাস জঙ্গিগোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। ইজরায়েলের ওপর হামাসের হামলার জেরে প্রাণ গেল ১০ নেপালি পড়ুয়ারও। হামাস জঙ্গিগোষ্ঠীর হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে নেপাল সরকার। হামাসের হামলার নিন্দা করে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা-সহ বিভিন্ন দেশ।
Israel-Palestine Conflict Live Updates: ইজরায়েলের পাশে দাঁড়াতে সামরিক সাহায্য আমেরিকার?
ইজরায়েলের পাশে দাঁড়াতে এয়ারক্র্যাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠাবে আমেরিকা, খবর মার্কিন প্রশাসন সূত্রে।
Israel-Palestine Conflict Live Updates: ইজরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের
ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে, ইজরায়েলকে পূর্ণ সমর্থনের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের।
Israel-Palestine War Live Updates: 'সামরিক পদক্ষেপ নয়, হামাসের লক্ষ্য সাধারণ নাগরিক', দাবি ইজরায়েলের সেনার
'সামরিক পদক্ষেপ নয়, হামাসের লক্ষ্য সাধারণ নাগরিক', দাবি ইজরায়েলের সেনার।
Israel-Palestine Conflict Live Updates: ইজরায়েলি রকেট হানায় একই পরিবারের ২২ জনের মৃত্যু, নিহত ৭ শিশুও
গাজার দক্ষিণে একই পরিবারের ২২ জনের মৃত্যু। ইজরায়েলের ছোড়া রকেটে আছড়ে পড়ে সেখানে। মৃতদের মধ্যে রয়েছে সাত শিশুও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)